মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলি মিয়া বলেছেন, করোনা পরিস্থিতিতে আমরা সচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি। সচেতনার জন্য লিফলেট বিতরণ করা হয়েছে। দলের পক্ষ থেকে হ্যান্ডস্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়েছে। গরিব ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। দীর্ঘদিন আমরা ক্ষমতার বাইরে তাই বিভিন্ন সীমাবদ্ধতা নিয়েও করোনা ও বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তিনি আরও বলেন, আমাদের নেতা-কর্মীরা জেলা, উপজেলা ও গ্রামে অসহায় মানুষের ঘরে সাধ্যমতো সহায়তা পৌঁছে দিয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে দলীয় বিভিন্ন কার্যক্রম পালন করা হচ্ছে। করোনাকালে বিএনপির ভূমিকা নিয়ে বাংলাদেশ প্রতিদিনকে তিনি আরও বলেন, সমাজ সেবামূলক কর্মকান্ড করতে গিয়ে বিভিন্ন সময় আমরা প্রশাসনের বাধার সম্মুখীন হয়েছি। তারা সহযোগিতা না করে উল্টো বাধা দিয়েছে যা দুঃখজনক। তিনি বলেন, করোনাকালে আমরা জেলা বিএনপির সাবেক সভাপতি আবু মুন্সি, সদস্য কাইয়ুম মিয়াসহ একাধিক নেতা-কর্মীকে হারিয়েছি। তবুও বিএনপি মাঠে থেকে রাজনীতি করে যাচ্ছে। বিএনপি জনগণের জন্য রাজনীতি করে তাই দুর্যোগকালেও আমরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। তবে আমাদের চেয়ে সরকার এবং সরকারি দলের দায়িত্ব বেশি। আওয়ামী লীগের ত্রাণ বিতরণ সম্পর্কে সমালোচনা করে তিনি বলেন, বিগত নির্বাচনে আওয়ামী লীগ রাতের আঁধারে কেন্দ্র দখল করে ভোট কেটে বিএনপিকে ক্ষমতায় আসতে দেয়নি। ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের তৎপরতা তেমন একটা আমাদের খুব একটা চোখে পড়েনি। উল্টো তাদের বিরুদ্ধে সারা দেশে সরকারি ত্রাণ বিতরণে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ ছিল। দলীয় কর্মকান্ড সম্পর্কে তিনি বলেন, দলকে চাঙ্গা করতে কেন্দ্রীয় বিএনপির নির্দেশে জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি শিগগিরই গঠন করা হবে। সাংগঠনিক কার্যক্রম স্বাভাবিক গতিতেই চলছে। সরকার নানাভাবে চেষ্টা করছে জনগণ থেকে আমাদের দূরে রাখতে কিন্তু বিএনপি ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশেই আছে। তিনি বলেন, এক সময় মাদারীপুর জেলা বিএনপির মধ্যে কোন্দল থাকলেও এখন নেই। জেলা বিএনপি আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ্য। তবে বড় দলের মধ্যে হয়তো বা নেতৃত্বের দ্বন্দ্ব থাকতে পারে।
শিরোনাম
                        - বগুড়ায় বিএফএ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিদ্যুৎ বয়েজ ক্লাব
- ধূসর হয়ে পড়েছে যে স্বপ্ন
- সংকোচনমুখী মুদ্রানীতি বিপর্যয়ে বেসরকারি খাত
- গণভোট নয়, সুষ্ঠু নির্বাচনই দেশের একমাত্র প্রয়োজন: তৃপ্তি
- সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যের মৃত্যু
- হিন্দুদের কিছু হবার আগে আমি ঢাল হয়ে দাঁড়াবো: টুকু
- প্রেজেন্টেশন বানিয়ে দেবে গুগলের জেমিনাই
- জুভেন্টাসের কোচের দায়িত্ব পেলেন স্পালেত্তি
- শিরোনামহীনের নতুন গান ‘ক্লান্ত কফিশপ’
- চুরি বা নকল ফোন আর চলবে না দেশের নেটওয়ার্কে
- সংকট থেকে উত্তরণের পথ সরকারকেই খুঁজে বের করতে হবে : মির্জা ফখরুল
- ব্লাড ক্যান্সারে আক্রান্ত হাইমচর থানার ওসি মহিউদ্দিন আর নেই
- স্বাস্থ্য সহকারীরা স্বাস্থ্যখাতের সুনাম অর্জনের মূল কারিগর : ডা. জাহিদ
- রাতেই যেসব জেলায় ঝড়ের আভাস
- জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে উন্নয়নের সূচনা করেছিলেন : বাবুল
- যাত্রাবাড়ীতে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ নবীউল্লাহ নবীর
- বিএনপির ৩১ দফা বাস্তবায়নে নিয়ামতপুরে কর্মীসভা অনুষ্ঠিত
- জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আহ্বায়কের পদত্যাগ
- ধর্মীয় মূল্যবোধকে সম্মান করা উচিত: এ্যানি
- লেবার পার্টির ৭৫ সংসদ সদস্য প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ
সীমিত সাধ্য নিয়ে সহায়তা করেছি
--- জাফর আলি মিয়া
                            
                            প্রিন্ট ভার্সন
                        
                     
                                                            
                    
                        এই বিভাগের আরও খবর
                    
                    
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                                                                                        
                                        
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                
                                    
                                                            
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                                                                                                
                                        
    
                                                                                                                                                                                                                                            
                                                    
                                
  
                            
                        
                                                                            
                                            
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
                                    
                                                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                            
                                            
                            
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                
                        
                                    
            
                        
                            সর্বশেষ খবর
                        
                        
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                    
                    
                     
                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        