শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

সীমিত সাধ্য নিয়ে সহায়তা করেছি

--- জাফর আলি মিয়া

সীমিত সাধ্য নিয়ে সহায়তা করেছি

মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলি মিয়া বলেছেন, করোনা পরিস্থিতিতে আমরা সচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি। সচেতনার জন্য লিফলেট বিতরণ করা হয়েছে। দলের পক্ষ থেকে হ্যান্ডস্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়েছে। গরিব ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। দীর্ঘদিন আমরা ক্ষমতার বাইরে তাই বিভিন্ন সীমাবদ্ধতা নিয়েও করোনা ও বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তিনি আরও বলেন, আমাদের নেতা-কর্মীরা জেলা, উপজেলা ও গ্রামে অসহায় মানুষের ঘরে সাধ্যমতো সহায়তা পৌঁছে দিয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে দলীয় বিভিন্ন কার্যক্রম পালন করা হচ্ছে। করোনাকালে বিএনপির ভূমিকা নিয়ে বাংলাদেশ প্রতিদিনকে তিনি আরও বলেন, সমাজ সেবামূলক কর্মকান্ড করতে গিয়ে বিভিন্ন সময় আমরা প্রশাসনের বাধার সম্মুখীন হয়েছি। তারা সহযোগিতা না করে উল্টো বাধা দিয়েছে যা দুঃখজনক। তিনি বলেন, করোনাকালে আমরা জেলা বিএনপির সাবেক সভাপতি আবু মুন্সি, সদস্য কাইয়ুম মিয়াসহ একাধিক নেতা-কর্মীকে হারিয়েছি। তবুও বিএনপি মাঠে থেকে রাজনীতি করে যাচ্ছে। বিএনপি জনগণের জন্য রাজনীতি করে তাই দুর্যোগকালেও আমরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। তবে আমাদের চেয়ে সরকার এবং সরকারি দলের দায়িত্ব বেশি। আওয়ামী লীগের ত্রাণ বিতরণ সম্পর্কে সমালোচনা করে তিনি বলেন, বিগত নির্বাচনে আওয়ামী লীগ রাতের আঁধারে কেন্দ্র দখল করে ভোট কেটে বিএনপিকে ক্ষমতায় আসতে দেয়নি। ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের তৎপরতা তেমন একটা আমাদের খুব একটা চোখে পড়েনি। উল্টো তাদের বিরুদ্ধে সারা দেশে সরকারি ত্রাণ বিতরণে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ ছিল। দলীয় কর্মকান্ড সম্পর্কে তিনি বলেন, দলকে চাঙ্গা করতে কেন্দ্রীয় বিএনপির নির্দেশে জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি শিগগিরই গঠন করা হবে। সাংগঠনিক কার্যক্রম স্বাভাবিক গতিতেই চলছে। সরকার নানাভাবে চেষ্টা করছে জনগণ থেকে আমাদের দূরে রাখতে কিন্তু বিএনপি ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশেই আছে। তিনি বলেন, এক সময় মাদারীপুর জেলা বিএনপির মধ্যে কোন্দল থাকলেও এখন নেই। জেলা বিএনপি আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ্য। তবে বড় দলের মধ্যে হয়তো বা নেতৃত্বের দ্বন্দ্ব থাকতে পারে।

সর্বশেষ খবর