করোনাভাইরাস সংক্রমণে গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে আরও ১৮ জনের। এর মধ্যে ঢাকা বিভাগের বাসিন্দাই ১২ জন। এই সময়ে রাজশাহী, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগের কেউ মারা যাননি। গত ১৮ অক্টোবর একজন ছাড়া গত এক সপ্তাহে ময়মনসিংহ বিভাগে আর কারও মৃত্যু হয়নি। এছাড়া সপ্তাহের মধ্যে সিলেট বিভাগে ৫ দিন এবং বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগে ৪ দিন কারও মৃত্যু হয়নি। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৮ জনের মধ্যে পুরুষ ১৪ জন ও নারী ৪ জন। সবারই মৃত্যু হয়েছে হাসপাতালে। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ১১ জন ছিলেন ষাটোর্ধ্ব, ৫ জন পঞ্চাশোর্ধ্ব ও ২ জনের বয়স ছিল ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। এর মধ্যে ১২ জন ঢাকা, ৩ জন চট্টগ্রাম, ২ জন রংপুর ও ১ জন খুলনা বিভাগের বাসিন্দা ছিলেন। এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের ৫১ দশমিক ২৪ শতাংশই ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা। ধারণা করা হচ্ছে, ঢাকায় নমুনা পরীক্ষা বেশি হওয়ায় রোগী শনাক্তের সংখ্যাও বেশি। এ কারণে মৃতের হারও বেশি ঢাকায়। গতকালও মোট নমুনার ৮ হাজার ৮৬২টি হয়েছে ঢাকার ভিতরে ও ৪ হাজার ৭৪৯টি হয়েছে ঢাকার বাইরে সারা দেশে। গতকাল নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনা সংক্রমণের সবশেষ তথ্য তুলে ধরে স্বাস্থ্য অধিদফতর। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৬১১টি নমুনা পরীক্ষায় ১ হাজার ৩৮০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১০ দশমিক ১৪ শতাংশ। এ নিয়ে দেশে করোনা সংক্রমিত রোগী শনাক্ত হলো ৩ লাখ ৯১ হাজার ৫৮৬ জন। গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৬৯৯ জনে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৫৪২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৭ হাজার ১৪১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৮ দশমিক ৪৪ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় ও ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।
শিরোনাম
- হাজার টাকায় চার থ্রিপিসের ঘোষণা দিয়ে খোলেনি শোরুম, ক্ষোভ ক্রেতাদের
- বন্দরের স্থাপনা ইজারা থেকে না সরলে কঠোর আন্দোলন হুঁশিয়ারি
- প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ, নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা
- জাকেরকে নিয়ে মুখ খুললেন ফাহিম, জানালেন ব্যর্থতার কারণ
- স্বর্ণের দাম বেড়েছে
- টানা ডেস্কে কাজ করলে হাতব্যথা? জেনে নিন সহজ সমাধান
- আগামী নির্বাচনের বড় শক্তি তরুণ সমাজ : ইসরাফিল খসরু
- পুতিন আনলেন নতুন পারমাণবিক টর্পেডো ‘পসাইডন’, আতঙ্কে ইউরোপ
- ল্যুভরের পর এবার ফ্রান্সে সোনার কারখানায় দুঃসাহসিক চুরি
- শান্তই থাকছেন টেস্ট অধিনায়ক
- সিদ্ধিরগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
- রাজধানীতে ৬ ঘণ্টায় ৩২ মিলিমিটার বৃষ্টি
- মিডিয়া ও তৃণমূলের সঙ্গে সম্পর্ক বাড়াতে বিএনপির ৭ টিম গঠন
- অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে গ্রেফতার ৪৫ বাংলাদেশি
- ‘ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে নির্বাচনী প্রচারণায় ঝাঁপিয়ে পড়তে হবে’
- এমআরআই করতে হবে সোহান-শরিফুলের
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৭০৯ মামলা
- ৭২-এর সংবিধান বাতিল করতে হবে : মামুনুল হক
- গাজীপুরে নদীপথে ব্যারিস্টার ইশরাক সিদ্দিকীর শোভাযাত্রা ও গণসংযোগ
- একটি দল সুকৌশলে নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে : দুলু
সাত দিনের ছয় দিনই মৃত্যুঞ্জয়ী ময়মনসিংহ
২৪ ঘণ্টায় শনাক্ত ১৩৮০, মৃত্যু ১৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর