করোনাভাইরাস সংক্রমণে গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে আরও ১৮ জনের। এর মধ্যে ঢাকা বিভাগের বাসিন্দাই ১২ জন। এই সময়ে রাজশাহী, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগের কেউ মারা যাননি। গত ১৮ অক্টোবর একজন ছাড়া গত এক সপ্তাহে ময়মনসিংহ বিভাগে আর কারও মৃত্যু হয়নি। এছাড়া সপ্তাহের মধ্যে সিলেট বিভাগে ৫ দিন এবং বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগে ৪ দিন কারও মৃত্যু হয়নি। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৮ জনের মধ্যে পুরুষ ১৪ জন ও নারী ৪ জন। সবারই মৃত্যু হয়েছে হাসপাতালে। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ১১ জন ছিলেন ষাটোর্ধ্ব, ৫ জন পঞ্চাশোর্ধ্ব ও ২ জনের বয়স ছিল ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। এর মধ্যে ১২ জন ঢাকা, ৩ জন চট্টগ্রাম, ২ জন রংপুর ও ১ জন খুলনা বিভাগের বাসিন্দা ছিলেন। এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের ৫১ দশমিক ২৪ শতাংশই ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা। ধারণা করা হচ্ছে, ঢাকায় নমুনা পরীক্ষা বেশি হওয়ায় রোগী শনাক্তের সংখ্যাও বেশি। এ কারণে মৃতের হারও বেশি ঢাকায়। গতকালও মোট নমুনার ৮ হাজার ৮৬২টি হয়েছে ঢাকার ভিতরে ও ৪ হাজার ৭৪৯টি হয়েছে ঢাকার বাইরে সারা দেশে। গতকাল নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনা সংক্রমণের সবশেষ তথ্য তুলে ধরে স্বাস্থ্য অধিদফতর। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৬১১টি নমুনা পরীক্ষায় ১ হাজার ৩৮০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১০ দশমিক ১৪ শতাংশ। এ নিয়ে দেশে করোনা সংক্রমিত রোগী শনাক্ত হলো ৩ লাখ ৯১ হাজার ৫৮৬ জন। গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৬৯৯ জনে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৫৪২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৭ হাজার ১৪১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৮ দশমিক ৪৪ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় ও ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।
শিরোনাম
- ছিটকে গেলেন মহারাজ, প্রোটিয়াদের নেতৃত্বে মুল্ডার
- কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা
- নতুন গানে কন্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন
- ওয়াটারলু উৎসবে বাংলাদেশের ‘আনটাং’
- অবশেষে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার
- নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
- বয়সের বাধা পেরিয়ে ধর্মীয় জ্ঞান আহরণ
- সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
- ক্যান্সার থেকে সেরে ওঠা ‘রোলার কোস্টার যাত্রা’: প্রিন্সেস কেট
- শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
- মার্কিন সিনেটে ‘বিগ বিউটিফুল বিল’ পাস
- ‘হলি আর্টিজান নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপিত হয়েছে’
- জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি : সালাহউদ্দিন
- আগামী ৫ দিনে দেশজুড়ে বৃষ্টির আভাস
- জাপানে দুই সপ্তাহে ৯১১ ভূমিকম্প
- জনতার ভয়ে ডোবায় কেশবপুর আওয়ামী লীগের সভাপতি
- বিশেষ অভিযানে আরও ১৩০৫ জন গ্রেফতার
- ইতিহাস গড়ে প্রথমবার এশিয়ান কাপে বাংলাদেশ
- সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু
সাত দিনের ছয় দিনই মৃত্যুঞ্জয়ী ময়মনসিংহ
২৪ ঘণ্টায় শনাক্ত ১৩৮০, মৃত্যু ১৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর