সোমবার, ৯ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ঢাবিতে ভর্তি পরীক্ষায় ঘ ও চ ইউনিট থাকছে না

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ঘ ইউনিট ও চারুকলা অনুষদের অধীনে চ ইউনিটের আলাদা পরীক্ষা আর নেওয়া হবে না।

আগের পাঁচটি ইউনিটের জায়গায় এখন সব মিলিয়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা- এই তিনটি ইউনিটে পরীক্ষা হবে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় বলে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান জানিয়েছেন। তিনি বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডুপ্লিকেশন এড়ানো এবং বোঝা কমানোর জন্য তিনটি ইউনিটে পরীক্ষা নেব। বর্তমানে যে ইউনিটগুলো আছে, সেগুলো তিনটি ইউনিটে বিন্যাস করা হবে। বিষয়টি প্রথমে অ্যাকাডেমিক কাউন্সিল ও পরে সিন্ডিকেটের সভায় চূড়ান্ত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ক ইউনিটে, মানবিক বিভাগের শিক্ষার্থীদের খ ইউনিটে এবং ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের গ ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে হতো। উচ্চ মাধ্যমিকের বিভাগ পরিবর্তনের জন্য বিজ্ঞান, কলা ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা নিজ নিজ ইউনিটে আবেদনের যোগ্যতা পূরণসাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে আবেদন করতে পারেন। অপরদিকে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান, কলা ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের যারা চারুকলা ভর্তি হতে চান, তাদের চ ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে হতো।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর