বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা
সগিরা মোর্শেদ হত্যা মামলা

ভাশুরসহ চার আসামির বিচার শুরু

আদালত প্রতিবেদক

রাজধানীর সিদ্ধেশ্বরীর ভিকারুননিসা নূন স্কুলের সামনে সগিরা মোর্শেদ হত্যা মামলায় ভাশুরসহ চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। একই সঙ্গে ১১ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। গতকাল ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে এ আদেশ দেন। আসামিরা হলেন সগিরা মোর্শেদের ভাশুর ডা. হাসান আলী চৌধুরী (৭০), তার স্ত্রী সায়েদাতুল মাহমুদা ওরফে শাহিন (৬৪), শাহিনের ভাই আনাছ মাহমুদ রেজওয়ান (৫৯) ও ভাড়াটে খুনি হিসেবে সন্দেহভাজন মারুফ রেজা (৫৯)। ৩১ বছর আগের চাঞ্চল্যকর সগিরা মোর্শেদ হত্যা মামলায় শুনানির             সময় কাঠগড়ায় দাঁড়ানো আসামিদের অভিযোগ পড়ে শোনানো হলে তারা নিজেদের নির্দোষ দাবি করেন। আসামিপক্ষের আইনজীবী সৈয়দ রেজাউর ও এহসানুল হক সমাজী সাংবাদিকদের জানান, এ মামলায় মিন্টু ওরফে মিন্টু মন্ডলের বিরুদ্ধে আগেই অভিযোগ গঠিত হয়েছে। তিনি আদালতে উপস্থিত ছিলেন। মামলাসূত্রে জানা গেছে, গত ১৬ জানুয়ারি এ মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ২১ জানুয়ারি অভিযোগপত্র আমলে নেয় আদালত। পারিবারিক তুচ্ছ ঘটনা কেন্দ্র করে এ হত্যাকান্ড ঘটানো হয় বলে পিবিআইয়ের তদন্তে উঠে আসে। সগিরা মোর্শেদ হত্যাকান্ডে জড়িত থাকার বিষয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন চার আসামি। সগিরা মোর্শেদ বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষক ছিলেন। মামলাসূত্রে জানা গেছে, ১৯৮৯ সালের ২৫ জুলাই সগিরা মোর্শেদ ভিকারুননিসা নূন স্কুল থেকে মেয়েকে আনতে যাওয়ার পথে দুর্বৃত্তের কবলে পড়েন। একপর্যায়ে দৌড় দিলে তাঁকে গুলি করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। সেদিনই রমনা থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করেন তাঁর স্বামী সালাম চৌধুরী।

সর্বশেষ খবর