রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

৩০১তম দিনে সর্বনিম্ন সংক্রমণ হার

২৪ ঘণ্টায় শনাক্ত ৩৬৩, মৃত্যু ১৭

নিজস্ব প্রতিবেদক

৩০১তম দিনে সর্বনিম্ন সংক্রমণ হার

৩০১ দিনের মাথায় দেশে করোনাভাইরাস সংক্রমণ হার ৩ শতাংশে নেমেছে। এর চেয়ে কম সংক্রমণ হারের তথ্য জানানো হয়েছিল গত বছরের ৪ এপ্রিল। ওই দিন নমুনা পরীক্ষায় ২ দশমিক শূন্য ৭ শতাংশ মানুষের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছিল। সংক্রমণ হার কমায় গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তও কম হয়েছে। এই সময়ে ১২ হাজার ৮৪টি নমুনা পরীক্ষায় ৩৬৩ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়। তবে এক দিনের ব্যবধানে গত ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে। এই সময়ে করোনায় ১৭ জন মারা গেছেন। আগের দিন মারা গিয়েছিলেন সাতজন। গত এক দিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৩৭ জন। গতকাল স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনা সংক্রমণের সবশেষ তথ্য তুলে ধরা হয়। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, দেশে গতকাল সকাল ৮টা পর্যন্ত মোট করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে ৫ লাখ ৩৪ হাজার ৭৭০ জন। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ১১১ জন ও সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৭৯ হাজার ২৯৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৬৩ শতাংশ ও মৃত্যু হার ১ দশমিক ৫২ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৭ জনের মধ্যে ১০ জন ছিলেন পুরুষ ও সাতজন নারী। সবারই মৃত্যু হয়েছে হাসপাতালে। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ১২ জন ছিলেন ষাটোর্ধ্ব, দুজন পঞ্চাশোর্ধ্ব, দুজন ত্রিশোর্ধ্ব ও একজনের বয়স ছিল ২১ থেকে ৩০ বছরের মধ্যে। এর মধ্যে সাতজন ঢাকা, পাঁচজন চট্টগ্রাম, দুজন সিলেট এবং একজন করে রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের বাসিন্দা ছিলেন।

 

সর্বশেষ খবর