শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

বাগেরহাটে যুবলীগ নেতার হাতে আওয়ামী লীগ নেতা প্রহৃত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলা উপজেলা যুবলীগের আহ্বায়ক আসাদুজ্জামান মিলনের পিটুনিতে রায়েন্দা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক বাবুল খান (৫০) আহত হয়েছেন। তাই মিলনের বিচার দাবিতে গতকাল দুপুরে শরণখোলা প্রেস ক্লাবের সামনে স্থানীয় আওয়ামী লীগ সদস্যরা মানববন্ধন করেন। বৃহস্পতিবার রাতে মারধরে আহত বাবুল খান শরণখোলা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন। মানববন্ধনে শরণখোলা উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকন, যুগ্মসাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ মুক্তা, জালাল আহম্মেদ রুমী, সরোয়ার আহম্মেদ তালুকদারসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, রায়েন্দা ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণের জন্য মধ্যস্থতা করে জমি কিনিয়ে দেন বাবুল খান। কিন্তু মালিকপক্ষের মধ্যে বিরোধের কারণে ওই জমি বুঝে না পাওয়ায় বাবুলের ওপর ক্ষিপ্ত হন রায়েন্দা ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক আসাদুজ্জামান মিলন। বৃহস্পতিবার রাতে মিলন বাবুলকে রায়েন্দা বাজার শেরেবাংলা রোডে ডেকে জমি বুঝে না দেওয়ার কারণ জানতে চেয়ে মারধর করেন। আসাদুজ্জামান মিলন পিটুনি দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার প্রতিপক্ষ আজমল হোসেন মুক্তা রাজনৈতিকভাবে পরাজিত হয়ে আমাকে হেয় প্রতিপন্ন করতে ষড়যন্ত্র শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় লোকজন নিয়ে মানববন্ধন করানো হয়েছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর