শনিবার, ২৭ মার্চ, ২০২১ ০০:০০ টা

নরেন্দ্র মোদির সঙ্গে ১৪ দল, জাতীয় পার্টির বৈঠক

নিজস্ব প্রতিবেদক

নরেন্দ্র মোদির সঙ্গে ১৪ দল, জাতীয় পার্টির বৈঠক

সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে গতকাল পৃথকভাবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল, জাতীয় পার্টি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ বৈঠক করেছেন। গতকাল দুপুরে হোটেল সোনারগাঁওয়ের লবিতে ধারাবাহিকভাবে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

প্রথমে মোদির সঙ্গে আমির হোসেন আমুর নেতৃত্বে ১৪ দলীয় জোটের শীর্ষ নেতারা বৈঠক করেন। এ সময় বৈঠকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদ একাংশের সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরিন আখতার, জাসদের আরেক অংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন জাপার চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার। এরপর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দসহ তরুণ সমাজের প্রতিনিধি দল, বিভিন্ন অঙ্গনের তারকারা বৈঠক করেন। বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, মহান মুক্তিযুদ্ধে ভারতের অকৃত্রিম সহায়তা এবং মুজিব-ইন্দিরা চুক্তি বাস্তবায়নের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমরা ধন্যবাদ জানিয়েছি। তিনিও (মোদি) বলেছেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে ভারত-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায়। জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব ও মুজিব শতবর্ষের অনুষ্ঠানে অংশ নেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি নেতারা। করোনাকালে বাংলাদেশকে টিকা ও অ্যাম্বুলেন্স দেওয়ায় ভারতের প্রধানমন্ত্রীর কাছে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের মধ্যে বৈঠকে নির্মল চন্দ্র ভৌমিক, রানা দাসগুপ্ত, এরোমা দত্ত এমপি, নারায়ণ সাহা, নির্মল রোজারিওসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর