শিরোনাম
বুধবার, ১২ মে, ২০২১ ০০:০০ টা

ঝড়ের মধ্যে চোখের পলকে উল্টে নদীতে মাইক্রোবাস

রাজবাড়ী প্রতিনিধি

ঝড়ের মধ্যে চোখের পলকে উল্টে নদীতে  মাইক্রোবাস

রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তের ৫ নম্বর ফেরিঘাটের পন্টুনের তার ছিঁড়ে নদীতে পড়ে যায় একটি মাইক্রোবাস।

গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস নদীপারের উদ্দেশে দৌলতদিয়া ফেরিঘাটে পৌঁছায়। ফেরির অপেক্ষায় পন্টুনের ওপর দাঁড়িয়ে থাকে মাইক্রোবাসটি। হঠাৎ ঝড় শুরু হলে পন্টুনের তার ছিঁড়ে গেলে মাইক্রোবাসটি পদ্মায় ডুবে যায়। দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, ‘সাড়ে ১১টার দিকে দেখতে পাই পন্টুনের লোহার তার ছিঁড়ে যায়। এ সময় মাইক্রোবাসটি নদীতে পড়ে ডুবে যায়।’ তিনি বলেন, ‘আমি শুধু চালককে মাইক্রোবাসে দেখতে পাই। মাইক্রোবাসের ভিতরে কোনো যাত্রী ছিল কি না দেখা যায়নি।’

গোয়ালন্দ            উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান বলেন, ‘দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। দুই ঘণ্টা চেষ্টার পর পদ্মার তলদেশ থেকে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়। উদ্ধার অভিযান চলমান রয়েছে। ধারণা করা হচ্ছে চালক মাইক্রোবাসের মধ্যে ছিলেন। তাকে উদ্ধারের পর অভিযান শেষ করা হবে।’ রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপপরিচালক আনোয়ার হোসেন বলেন, ‘দুর্ঘটনার সংবাদ পেয়ে আমরা দৌলতদিয়ায় আসি। আমাদের সঙ্গে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে আসা ডুবরি দলসহ উদ্ধার অভিযান পরিচালনা করি। তবে কোনো লাশ উদ্ধার হয়নি।’

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর