সোমবার, ৭ জুন, ২০২১ ০০:০০ টা

করোনায় আরও ৩৮ জনের মৃত্যু শনাক্ত ১৬৭৬

নিজস্ব প্রতিবেদক

দেশে করোনাভাইরাস সংক্রমণে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সংক্রমণ শনাক্ত হয়েছে ১ হাজার ৬৭৬ জনের। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৮৩৯ জন। মোট রোগী শনাক্ত হয়েছে ৮ লাখ ১০ হাজার ৯৯০। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১৫ হাজার ৬১৩টি নমুনা পরীক্ষায় ১ হাজার ৬৭৬ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়। শনাক্তের হার ১০ দশমিক ৭৩ শতাংশ।

এ সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৯৭ জন। গতকাল পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৫১ হাজার ৩২২ জন। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ২৫ জন ছিলেন পুরুষ ও ১৩ জন নারী। হাসপাতালে ৩৭ জন ও বাড়িতে একজন মারা গেছেন। সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ ছাড়া চারজন ঢাকা, চারজন রাজশাহী, ছয়জন খুলনা, একজন বরিশাল, তিনজন সিলেট, পাঁচজন রংপুর ও তিনজন ময়মনসিংহ বিভাগে মারা গেছেন। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ২৩ জন ছিলেন ষাটোর্ধ্ব, নয়জন পঞ্চাশোর্ধ্ব, দুজন চল্লিশোর্ধ্ব, তিনজন ত্রিশোর্ধ্ব ও একজনের বয়স ছিল ২১ থেকে ৩০ বছরের মধ্যে।

সর্বশেষ খবর