মাদক চোরাচালানে প্রতিনিয়তই কৌশল পাল্টাচ্ছে কারবারিরা। এবার ট্যাংক লরিতে তেলের বদলে মিলেছে গাঁজার বস্তা। আর প্রাইভেট কারের সিলিন্ডারে নেই গ্যাসের ছিটেফোঁটা, মিলেছে হাজার হাজার ইয়াবার পিস। গাঁজা-ইয়াবা চক্রের পাঁচজনকে বুধবার গ্রেফতারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, ঢাকা ও ঢাকার বাইরের বেশ কয়েকজন বড় মাদক ব্যবসায়ীর নাম পাওয়া গেছে। তাদের ধরতে অভিযান অব্যাহত আছে। তবে ট্যাংক লরিতে গাঁজা আর গ্যাস সিলিন্ডারে ইয়াবা জব্দের বিষয়ে ডিবি সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে মাদকের চালান আসছে- এমন গোপন তথ্যে ঢাকার প্রবেশপথে সতর্ক অবস্থান নেন গোয়েন্দারা। এরপর তারা একের পর এক সন্দেহভাজন গাড়িতে তল্লাশি চালাতে থাকেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে ঘোড়াশাল হয়ে ঢাকায় ঢোকার পর বুধবার রাজধানীর শেওড়া এলাকায় তেল বহনের একটি ট্যাংক লরিতে তল্লাশি চালানো হয়। লরির বিভিন্ন স্থানে খোঁজাখুঁজিতেও মেলে না কিছুই। এক পর্যায়ে ট্যাংকিতে আঘাত করলে ফাঁপা আওয়াজ ভেসে এলে সন্দেহ হয় ডিবি পুলিশের সদস্যদের। এরপর তারা ট্যাংকির ঢাকনা খোলেন। ভিতরে দেখা যায় বস্তা। সেখান থেকে জব্দ করা হয় ৫০ কেজি গাঁজা। এ সময় ঘটনাস্থল থেকে রিগ্যান খান, জাকির হোসেন ও খোকন মৃধা নামে তিনজনকে গ্রেফতার করা হয়। ডিবির গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান গতকাল জানান, বেশি টাকার লোভে চালক, গাড়ির মালিক এবং মাদক ব্যবসায়ীরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই মাদক নিয়ে যেত। এর আগে তারা শত শত কেজি গাঁজা পাচার করেছে। ডিবি সূত্র জানায়, পৃথক আরেকটি অভিযান চলে যাত্রাবাড়ী এলাকায়। বুধবার ওই এলাকা দিয়ে একটি সাদা রঙের রিকন্ডিশন্ড প্রাইভেট কার ঢাকায় ঢুকছিল। গাড়ির গায়ে মার্কারের কালিতে লেখা চট্টগ্রাম বন্দর থেকে রিলিজের নম্বর। রেজিস্ট্রেশন হয়নি বলে শোরুমের নম্বর ঝুলিয়ে গাড়িটি চলছিল। গোপন সূত্রের খবরের সঙ্গে মিল পেয়ে ডিবির দল গাড়িটি থামায়। তল্লাশির সময় চালক দাবি করেন, গাড়িটি বন্দর থেকে রিলিজ করে গাজীপুরের শোরুমে নেওয়া হচ্ছে। তল্লাশিকালে গাড়ির পেছনে গ্যাসের সিলিন্ডার দেখে পুলিশের সন্দেহ হয়। কারণ আমদানি করা রিকন্ডিশন্ড গাড়িতে গ্যাস সিলিন্ডার থাকে না। ভিন্ন আদলের এই সিলিন্ডারের বিষয়ে জিজ্ঞাসাবাদের মুখেই জানা যায় মাদক চোরাচালানের তথ্য। পরে সিলিন্ডার খুলে জব্দ করা হয় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। সেখানে আটক করা হয় জনি খান ও হৃদয় শিকদার নামে দুজন ইয়াবা কারবারিকে। টেকনাফের উখিয়া থেকে ৮ লাখ টাকায় ইয়াবার চালান কিনে তারা গাজীপুর যাচ্ছিলেন। এ বিষয়ে ডিসি মশিউর রহমান বলেন, গ্যাস সিলিন্ডারে ইয়াবাগুলো বিশেষ কায়দায় ঢুকিয়ে টেকনাফের উখিয়া থেকে গাজীপুরে নিয়ে যাওয়া হচ্ছিল। কার কাছ থেকে নিয়ে এসেছিল, কাদের কাছে বিক্রি করত গ্রেফতারকৃতদের কাছ থেকে সেসব তথ্য তারা পেয়েছেন।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
লরিতে তেলের বদলে গাঁজা, গ্যাসের বদলে ইয়াবা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর