বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১ ০০:০০ টা
৬৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

বাংকোর চেয়ারম্যান মুহিত কারাগারে

নিজস্ব প্রতিবেদক

গ্রাহকদের ৬৬ কোটি ৫৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় ব্রোকারেজ হাউস বাংকো সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান আবদুল মুহিতকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের শুনানি নিয়ে আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

এর আগে বুধবার রাতে মুহিতকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ আটক করে। ওই দিন দেশত্যাগের উদ্দেশে ব্রিটিশ পাসপোর্টধারী আবদুল মুহিত বিমানবন্দরে গিয়েছিলেন। ইমিগ্রেশন পুলিশ তাকে দেশত্যাগে বাধা দেয় এবং আটকে রাখে। বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের ঘটনায় বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় বাংকো সিকিউরিটিজ লিমিটেড ও এর ছয় পরিচালকের বিরুদ্ধে ১৪ মে মতিঝিল থানায় মামলাটি হয়। মামলার অন্য আসামিরা হলেন শফিউল আজম, ওয়ালিউল হাসান চৌধুরী, নুরুল ঈশান সাদাত, এ মুনিম চৌধুরী ও জামিল আহমেদ চৌধুরী। অভিযোগে উল্লেখ করা হয়, ৬ মে ও ৬ জুন বাংকো সিকিউরিটিজ আইন লঙ্ঘনের মাধ্যমে শেয়ারের লেনদেন নিষ্পত্তি করতে ব্যর্থ হয়। ৭ জুন কোম্পানিটিতে বিশেষ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে ডিএসই। ওই সময় ব্রোকারেজ হাউসটির সম্মিলিত গ্রাহক অ্যাকাউন্টে চলতি বছরের ৬ জুনের হিসাবে ৬৬ কোটি ৫৯ লাখ ১৯ হাজার ১৩৩ টাকার ঘাটতি পায় ডিএসই।

সর্বশেষ খবর