সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

হাই কোর্টে শারীরিক উপস্থিতিতেও চলবে বিচারকাজ

নিজস্ব প্রতিবেদক

বিচারপতিরা চাইলে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ পরিচালনা করতে পারবেন হাই কোর্টে। তবে এক্ষেত্রে কঠোর স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। গতকাল প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট।

করোনা সংক্রমণ কমে আসায় গত ১১ আগস্ট থেকে হাই কোর্টের সব বেঞ্চে ভার্চুয়ালি বিচারকাজ চলে আসছে। এ অবস্থায় গতকাল জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, হাই কোর্ট বিভাগের যেসব বেঞ্চ শারীরিক উপস্থিতিতে আদালতের কার্যক্রম পরিচালনা করতে ইচ্ছুক সেসব বেঞ্চ কর্তৃক নির্ধারিত তারিখ থেকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে  প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে শারীরিক উপস্থিতিতে আদালতের কার্যক্রম পরিচালনা করতে পারবে।

সর্বশেষ খবর