দীর্ঘদিন অযত্ন আর অবহেলায় পড়ে থাকা ঝোপ-জঙ্গলের মাঝে পুরনো ঐতিহ্যকে ধারণ করে দাঁড়িয়ে আছে জয়গঞ্জের জমিদারবাড়ি। জয়গঞ্জ বাজারটিও প্রায় ২৪ বছর আগে অন্যত্র স্থানান্তর হয়েছে। সংস্কার করলে পুরাকীর্তির ঐতিহ্য ফিরে পেতে পারে জমিদারবাড়ির অবয়ব। গড়ে উঠতে পারে পর্যটন কেন্দ্র হিসেবে। দিনাজপুরের খানসামা উপজেলা সদর থেকে ৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে আত্রাই নদীর তীরে আলোকঝাড়ি ইউনিয়নের জয়গঞ্জ গ্রামে পুরাকীর্তি জয়গঞ্জ জমিদারবাড়ির অবস্থান। এখনো দূর-দূরান্ত থেকে অনেক মানুষ ইতিহাসখ্যাত জয়গঞ্জ জমিদারবাড়িটি দেখার জন্য আসেন। কিন্তু অযত্নে জয়শংকর রায় চৌধুরীর জমিদারবাড়িটি বিলুপ্ত হওয়ার পথে। জমিদারবাড়ির অনেক কিছুই নষ্টের পাশাপাশি চুরি হয়ে গেছে। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর ১৯৪৭ সালে সর্বশেষ জমিদার জয়শংকর ভারতের শিলিগুড়িতে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন। পৈতৃক সূত্রে প্রাপ্ত প্রায় শত একর জমি এবং বসতবাড়িটি রেখে যান। পরবর্তীতে এসব জমির মধ্যে কিছু ব্যক্তি মালিকাধীন এবং কিছু অংশ সরকারি খাস জমিতে পরিণত হয়। বর্তমানে খাস জমিতে থাকা পূর্ব-পশ্চিমে লম্বা একতলা বাড়িটিতে তিনটি বারান্দা, একটি বসার ঘর, একটি থাকার ঘর, সম্পদ রাখার একটি ছোট ঘর এবং একটি মন্দির রয়েছে। জমিদারবাড়িটির পূর্বে কয়েক গজ দূরে রয়েছে একটি ইদারা বা কুয়া। এখন ইদারাটি অকেজো অবস্থায় রয়েছে। সংস্কারের অভাবে বাড়িটির দেয়ালের অংশ এখন প্রায় ৩০/৪০ ভাগ নষ্ট হয়ে গেছে। দীর্ঘদিন অযত্নে পড়ে থাকা বাড়িটির চারপাশের ঘন জঙ্গল পরিষ্কার করে উপজেলা প্রশাসন ২০০৬ সালে ৫০টি পরিবারের একটি গুচ্ছগ্রাম স্থাপন করে দেয়। এতে জমিদার বাড়িটি জঙ্গলের হাত থেকে রক্ষা পেলেও প্রাকৃতিক আবহাওয়ার কাছ থেকে রক্ষা পাচ্ছে না। এরই মধ্যে বাড়িটির চার পাশের প্রাচীর ধ্বংসের দ্বারপ্রান্তে। তবে ওই বাড়ির প্রবেশদ্বারে যে লোহার গেটটি ব্যবহার হতো সেটি এখন খানসামা থানার প্রবেশ পথে ব্যবহার হচ্ছে। জমিদার বাড়িটির তিন পাশে রয়েছে তিনটি পুকুর। খানসামার আলোকঝাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আ স ম আতাউর রহমান জানান, ভগ্নদশা থেকে এই পুরাকীর্তিটি যাতে রক্ষা পায়, এটা আমরা চাই। সংস্কার করলে আবারও নতুন রূপে পুরাকীর্তির ঐতিহ্য ফিরে পেতে পারে জমিদার বাড়িটি। এটিও গড়ে উঠতে পারে পর্যটকদের মিলন মেলা হিসেবে।
শিরোনাম
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
- তিতাসে পাওনা টাকা নিয়ে রাজমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
অযত্নে জয়গঞ্জের জমিদারবাড়ি
রিয়াজুল ইসলাম, দিনাজপুর
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর