শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

শনাক্তের হার নামল ৬ শতাংশের নিচে

২৪ ঘণ্টায় শনাক্ত ১ হাজার ৮৬২, মৃত্যু ৫১

নিজস্ব প্রতিবেদক

শনাক্তের হার নামল ৬ শতাংশের নিচে

১৮৯ দিন পর দেশে করোনা সংক্রমণ শনাক্তের হার ৬ শতাংশের নিচে নামল। গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ১৪৯ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৮৬২ জনের দেহে সংক্রমণ ধরা পড়ে। শনাক্তের হার ৫.৯৮ শতাংশ। সর্বশেষ ৬ শতাংশের নিচে ৫.৮২ শতাংশ শনাক্ত হারের তথ্য জানানো হয়েছিল গত ১১ মার্চ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৫১ জনের। আগের দিনও একই সংখ্যক মানুষের মৃত্যু হয় করোনায়।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের হার ছিল ময়মনসিংহ বিভাগে ৮.৮৬ শতাংশ। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৭.১৮ শতাংশ, রংপুর বিভাগে ৬.২৯ শতাংশ, ঢাকা বিভাগে ৫.৭৫ শতাংশ, সিলেট বিভাগে ৫.৫৬ শতাংশ, খুলনা বিভাগে ৫.৫৩ শতাংশ, রাজশাহী বিভাগে ৫.৪৫ শতাংশ ও বরিশাল বিভাগে ৪.৯০ শতাংশ ছিল শনাক্তের হার। গতকাল পর্যন্ত দেশে মোট ১৫ লাখ ৩৮ হাজার ২০৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২৭ হাজার ১০৯ জন। সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯৪ হাজার ৯০ জন। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ২৫ জন ছিলেন পুরুষ ও ২৬ জন নারী। সবার মৃত্যু হয়েছে হাসপাতালে। এর মধ্যে অর্ধেকের বেশি ২৯ জন মারা গেছেন ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে আটজন, খুলনা বিভাগে ছয়জন, রাজশাহী বিভাগে চারজন, বরিশাল বিভাগে তিনজন ও রংপুর বিভাগে একজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২৮ জন ছিলেন ষাটোর্ধ্ব, ১৪ জন পঞ্চাশোর্ধ্ব, তিনজন চল্লিশোর্ধ্ব, চারজন ত্রিশোর্ধ্ব, একজন বিশোর্ধ্ব ও একজনের বয়স ছিল ১১ থেকে ২০-এর মধ্যে।

সর্বশেষ খবর