শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ বাড়ল পাঁচ বছর

নিজস্ব প্রতিবেদক

জরুরি ভিত্তিতে দেশের বিদ্যুৎ ঘাটতি মেটাতে প্রণীত কুইক রেন্টাল বা ভাড়াভিত্তিক দ্রুত বিদ্যুৎ কেন্দ্র চালানোর মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়ে সংসদ পাস করেছে ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) বিল-২০২১’। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের সমাপনী দিনে বিলটি পাস করার প্রস্তাব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এর আগে বিলের ওপর জনমত যাচাই-বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। গত বুধবার বিলটি সংসদে উত্থাপিত হয়। গতকালই বিলের ওপর প্রতিবেদন দেয় সংশ্লিষ্ট সংসদীয় কমিটি। বিদ্যমান আইনে দ্রুত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে প্রণীত এ বিশেষ বিধানের মেয়াদ চলতি বছরের অক্টোবরে শেষ হয়ে যাবে। তাই এ বিল পাসের মাধ্যমে আইনের মেয়াদ আরও ৫ বছর বৃদ্ধি করা হলো। ফলে আইনটি ১৬ বছর বলবৎ থাকার বৈধতা পেল।

সর্বশেষ খবর