সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

লাকসামের নওয়াব বাড়ি পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

ফারুক আল শারাহ, লাকসাম (কুমিল্লা)

লাকসামের নওয়াব বাড়ি পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

কুমিল্লার লাকসামের স্মৃতিময় ‘নওয়াব বাড়ি’ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। গতকাল দুপুরে রাষ্ট্রদূত লাকসাম পৌর শহরের পশ্চিমগাঁও এলে উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও নওয়াব পরিবারের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হয়। রাষ্ট্রদূত মিলার নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী নির্মিত ‘নওয়াব বাড়ি’ ও তাঁর প্রতিষ্ঠিত  শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ঘুরে দেখেন। এ সময় লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম এবং নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের অধ্যক্ষ বাবুল চন্দ্র শীল মার্কিন রাষ্ট্রদূতের কাছে নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানীর বর্ণাঢ্য জীবনের নানাধিক তুলে ধরেন।

বিভিন্ন সূত্রে জানা গেছে, উপমহাদেশের একমাত্র মহিলা নওয়াব, নারী জাগরণের অগ্রদূত, একুশে পদকপ্রাপ্ত (মরণোত্তর) মহীয়সী নারী নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানীর ১১৮তম মৃত্যুবার্ষিকীতে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর তাঁর অবদান সম্পর্কে জেনে কুমিল্লার লাকসামের স্মৃতিময় ‘নওয়াব বাড়ি’ পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম সাইফুল আলম বলেন, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানীর শিক্ষা ও সামাজিক কর্মকান্ড সম্পর্কে জেনে এই প্রথম বাংলাদেশে নিযুক্ত কোনো মার্কিন রাষ্ট্রদূত স্বতঃপ্রণোদিত হয়ে লাকসাম এসেছেন। এ জন্য প্রশাসনের পক্ষ থেকে তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানীর বংশধর মোহাম্মদ ফজলে রহমান আয়াজ চৌধুরী জানান, মার্কিন রাষ্ট্রদূত পরিদর্শনে এসে অত্যন্ত মুগ্ধ হয়েছেন। তিনি নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানীর ঐতিহ্য রক্ষায় কোনোরকম সহায়তা করা যায় কি না বিষয়টি ভাববেন বলে জানিয়েছেন।

সর্বশেষ খবর