শুক্রবার, ১ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

সৌদিতে বিক্রি হওয়া সেই হাবিবা দেশে ফিরলেন

নিজস্ব প্রতিবেদক

কাজের নামে সৌদি আরবে বিক্রি হওয়া হাবিবাকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। গতকাল সকাল পৌনে ১০টায় ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান হাবিবা। পরে জবানবন্দির জন্য তাকে পল্টন থানায় নিয়ে যায় পুলিশ। হাবিবাকে দেশে ফিরিয়ে আনতে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ও বায়রার কাছে আবেদন করে তার পরিবার। জানা গেছে, গৃহকর্মীর কাজ দেওয়ার কথা বলে ৭ জুন ইফতি ইন্টারন্যাশনাল নামে একটি এজেন্সি হাবিবাকে মধ্যপ্রাচ্যের দেশটিতে পাঠায়। সাত দিন পরই পরিবারের কাছে পাঠানো ভিডিওতে হাবিবা জানান তাকে বিক্রি করে দেওয়া হয়েছে। যেখানে তার ওপর চলছে পৈশাচিক নির্যাতন। এ অবস্থায় হাবিবার পরিবার ইফতি ইন্টারন্যাশনালের কাছে গেলে ৪ লাখ টাকা দাবি করে বলে অভিযোগ পাওয়া যায়। আইনের আশ্রয় নিলে হাবিবাকে গুম করার হুমকিও দেওয়া হয়।

২৭ সেপ্টেম্বর রাতে রাজধানীর পল্টন ও রমনায় অভিযান চালিয়ে ইফতি ট্রেড ইন্টারন্যাশনালের মালিক রুবেল, আল জাহাঙ্গীর এস্টাবলিশমেন্টের ব্যবস্থাপক মোবারক এবং তাদের সহযোগী আক্কাস বেপারী ও তাহেরকে গ্রেফতার করে র‌্যাব-৩। র‌্যাব-৩ জানায়, এরা বিদেশে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিত। গ্রেফতার আক্কাস বেপারী ভুক্তভোগীর স্বামীর পূর্বপরিচিত। তিনি পাচারের শিকার নারীকে মধ্যপ্রাচ্যে ২৫ হাজার টাকা বেতনে হাসপাতালে আয়ার চাকরির প্রতিশ্রুতি দিয়ে মোবারক ও তাহেরের কাছে নিয়ে যান। তারা ইফতি ট্রেড ইন্টারন্যাশনালের মালিক রুবেলের সহযোগিতায় রিক্রুটিং লাইসেন্স ব্যবহার করে ওই নারীকে চলতি বছরের জুনে মধ্যপ্রাচ্যে পাঠান। ওই নারী বিদেশে গিয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হলে স্বামীকে বিষয়টি অবহিত করেন। এ অবস্থায় ভুক্তভোগী নারীর স্বামী নিরুপায় হয়ে র‌্যাবের কাছে অভিযোগ করেন ও পাচারে জড়িতদের নামে পল্টন মডেল থানায় একটি মামলা করেন।

সর্বশেষ খবর