মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

কীভাবে ফিরবে সম্প্র্রীতি

দুর্গাপূজার সময় কুমিল্লায় পূজামন্ডপে কোরআন শরিফ পাওয়ার ঘটনার জের ধরে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার সৃষ্টি হয়। ঘটে প্রাণহানি। মন্দির ও সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়িতে হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২২ জেলায় মোতায়েন করা হয় বিজিবি। কুমিল্লা, চাঁদপুর, চট্টগ্রাম, কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জসহ বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় দায়েরকৃত মামলায় অন্তত ৮ হাজার মানুষকে আসামি করা হয়েছে। গ্রেফতার হয়েছে কয়েক শ মানুষ। অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে হঠাৎ এমন সাম্প্রদায়িক সংঘাত বিচলিত করে তুলেছে সমাজের সব শ্রেণির মানুষকে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আবারও কীভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরবে তা জানতে বিশ্ববিদ্যালয় শিক্ষক, জ্যেষ্ঠ আইনজীবী ও সাংস্কৃতিক সংগঠকদের সঙ্গে কথা বলেছেন আমাদের জ্যেষ্ঠ প্রতিবেদক শামীম আহমেদআরাফাত মুন্না

► তরুণ সমাজকে সজাগ থাকতে হবে

► উদ্যোগটা নিতে হবে সামাজিকভাবে

► অগ্রণী ভূমিকা নিতে হবে সরকারকে

সর্বশেষ খবর