মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

উদ্যোগটা নিতে হবে সামাজিকভাবে

ব্যারিস্টার শফিক আহমেদ

উদ্যোগটা নিতে হবে সামাজিকভাবে

কুমিল্লায় পূজামন্ডপে কোরআন শরিফ নিয়ে সৃষ্ট অস্থিরতার পুনরাবৃত্তি রোধে সবাইকে এক হয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক আইনমন্ত্রী ও জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ। তিনি বলেন, আমরা সবাই বাংলাদেশি। আমরা বাংলায় কথা বলি। বাংলা আমাদের সংস্কৃতি। এখানে ধর্ম নিয়ে যেসব কান্ড হয়, তা দুঃখজনক। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার উদ্যোগটা নিতে হবে সামাজিকভাবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শফিক আহমেদ বলেন, কুমিল্লায় পূজামন্ডপে কোরআন শরিফ রাখা এবং এরপর এই ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে মন্ডপ ও হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে হামলার ঘটনা কঠোরভাবে দমন করতে হবে। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। তিনি আরও বলেন, পাশাপাশি বাসায় বসবাস করি, কেউ মুসলমান, কেউ হিন্দু। যার যার ধর্ম সে সে পালন করবে। এখানে সমস্যাটা কোথায়। ইসলাম ধর্মেও অন্যের ধর্ম পালনে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। ইসলামে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে বারণ করা হয়েছে। আমাদের বন্ধু-বান্ধব, শিক্ষক অনেকেই রয়েছেন অন্য ধর্মের। বন্ধুদের দেখলে বুকে জড়িয়ে ধরি। শিক্ষকদের দেখলে পা ছুঁয়ে সালাম করি। এখানে কোনোরকমের বিভেদ সৃষ্টি করা কাম্য নয়। তাই সাম্প্রতিক সময়ে ঘটতে থাকা এমন দুঃখজনক ঘটনা যেন আর না ঘটে, সমাজের নেতৃত্বস্থানীয়রা মিলে সেই উদ্যোগটা নিতে হবে। তাহলেই যুগ যুগ ধরে টিকে থাকবে সাম্প্রদায়িক সম্প্র্রীতি।

সর্বশেষ খবর