কৃষিনির্ভর জেলা সাতক্ষীরা। চিংড়ি ও মিষ্টির পাশাপাশি কুল, ওল, হলুদ এবং আমের জন্য সমৃদ্ধ এ জেলা। এখন মাল্টা চাষেও বেশ সুখ্যাতি অর্জন করেছে কৃষকরা। আম চাষের পর মাল্টা চাষেও সফলতার মুখ দেখছেন সাতক্ষীরার দি হাইব্রিড নার্সারি মালিক নুরুল আমিন। আশাশুনি উপজেলার বাহাদুরপুরে ২০ বিঘা জমিতে মাল্টা চাষ করে পেয়েছেন অভাবনীয় সাফল্য। তার দেখাদেখি মাল্টা চাষে আগ্রহী হয়ে উঠছেন অন্য কৃষকরা। নুরুল আমিন তিন যুগেরও বেশি সময় ধরে নিজেকে ব্যস্ত রেখেছেন কৃষি কাজের সঙ্গে। ২০০৫ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ২০১০ সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার অর্জন করেন তিনি। তার চাষ কৌশল দেখতে সাধারণ কৃষক প্রতিনিয়তই ভিড় জমাচ্ছে মাল্টা বাগানে। গাছে থোকায় থোকায় ঝুলছে সবুজ মাল্টা। এবার বাম্পার ফলন হয়েছে। সাধারণত দুই-তিন বছরেই গাছে ফল আসে। তিনি পাইকারি মাল্টা বিক্রি করছেন ৭০ থেকে ৮০ টাকা কেজিতে। তার বাগানের মাল্টার আকার এবং রং বেশ সুন্দর। তার সাফল্যে আশাবাদী হয়ে উঠেছেন কৃষি কর্মকর্তারা। নুরুল আমিন জানান, আগামীতে আমের মতো মাল্টা চাষেও সাতক্ষীরা সুনাম অর্জন করবে। তিনি মাল্টা চাষের প্রয়োজনীয় প্রশিক্ষণ কৃষি অফিস ও ইউটিউব থেকে পেয়েছেন। যে কোনো ধরনের মাটিতেই মাল্টা চাষ করা সম্ভব। ৮ থেকে ১০ ফুট দূরত্বে চারা রোপণ করতে হয়। অক্টোবর থেকে ডিসেম্বর মাল্টার চারা রোপণের উপযুক্ত সময়। চারার দামও কম। মাত্র ৫০ থেকে ১০০ টাকায় চারা পাওয়া যাচ্ছে। তিনি নিজেও চারা বিক্রি করছেন। মাল্টার পাশাপাশি বিদেশি কিছু ফলের চাষ ও চারা তৈরি শুরু করেছেন নুরুল আমিন। এর মধ্যে সূর্যডিম আম, পারসিমন, ডুরিয়ান, রামবুটান, অ্যাভো ক্যাডোসহ বিভিন্ন প্রজাতির ফলদ গাছ রয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. নূরুল ইসলাম জানান, মাল্টা লাভজনক একটি ফল। জেলার মাটি ও আবহাওয়া একটু লবণাক্ত হওয়ায় সাতক্ষীরা অঞ্চলের মাল্টা খুবই মিষ্টি। এর মধ্যে বারি মাল্টা-১ মিষ্টতায় সবচেয়ে বেশি। সাতক্ষীরা জেলায় ৬১ হেক্টর জমিতে এবার মাল্টার আবাদ হয়েছে।
শিরোনাম
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
- সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম
- সিরি বিতর্কে সাড়ে ৯ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল!
- বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন
- নতুন সংবিধান না হলে নতুন বাংলাদেশ বলা যাবে না : নাহিদ ইসলাম
- বেরোবিতে উচ্ছ্বাস ছড়াচ্ছে পালাম ফুলের মনকাড়া সৌন্দর্য
- পাকিস্তান ক্রিকেটে অনিশ্চয়তা, পিএসএলের পর বন্ধ ঘরোয়া ক্রিকেটও
- গরমে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আম
- গরমে প্রতিদিন তিল খেলে মিলবে যে উপকার
- কলাপাড়ায় খাল দখলমুক্ত করতে মাঠে নামলো প্রশাসন
- স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার