রবিবার, ২৮ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো শিক্ষককে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রহমত উল্লাহ নামে এক স্কুল শিক্ষককে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষককে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। গতকাল সকালে কোতোয়ালি থানার পুরনো রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেট্রোপলিটান পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেজাম উদ্দিন বলেন, ‘স্কুল শিক্ষককে ফেলে দেওয়ার ঘটনায় একটি বাস জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পলাতক রয়েছেন।’ জানা যায়, অক্সিজেন এলাকার বাসা থেকে পিটিআইয়ে যাওয়ার পথে বাস কন্ট্রাক্টর অতিরিক্ত ভাড়া দাবি করেন। এর প্রতিবাদ করেন স্কুল শিক্ষক রহমত উল্লাহ। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বাসের সহকারী ধাক্কা দিয়ে ওই শিক্ষককে চলন্ত বাস থেকে ফেলে দেয়। পরে তার পায়ের ওপর দিয়ে বাস চালিয়ে দেওয়া হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে মেহেদিবাগের ন্যাশনাল হাসপাতালে ভর্তি করে।

সর্বশেষ খবর