বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

জয়পুরহাটে সেই বিচারককে প্রত্যাহার করে প্রজ্ঞাপন

জয়পুরহাট প্রতিনিধি

ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতাসহ নানা অনিয়মের অভিযোগ ওঠায় জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের  বিচারক রুস্তম আলীকে প্রত্যাহার করে আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে। গতকাল আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে নানা অনিয়মের অভিযোগে ২৯ নভেম্বর থেকে ওই আদালত বর্জন করেছিলেন আইনজীবীরা। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. রুস্তম আলীকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহারপূর্বক আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হলো। জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার সরকার জানান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলীকে প্রত্যাহার করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনের চিঠিটি আদালতে এসেছে। জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহনূর রহমান শাহীন বলেন, ‘বিচারক মো. রুস্তম আলী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যোগদানের পর থেকে অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়ান। ভুক্তভোগীরা আইনজীবী সমিতিতে দরখাস্ত করেছেন। এরপর একটি সাধারণ সভায় আইনজীবীদের সিদ্ধান্তে ২৮ নভেম্বর বিচারককে আদালত প্রত্যাহারের আলটিমেটাম দেওয়া হয়েছিল। ওই সময়ের মধ্যে প্রত্যাহার না করায় আইনজীবীরা পরদিন সোমবার থেকে তার আদালত বর্জন শুরু করেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক প্রত্যাহার না হওয়া পর্যন্ত ওই আদালত বর্জনের ঘোষণা দেওয়া হয়েছিল। আজ (গতকাল) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচার মো. রুস্তম আলীকে এখান থেকে প্রত্যাহার করে আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে।

 বিচারক এখান থেকে চলে যাওয়ার পর আইনজীবীরা আগের মতো ওই আদালতে যাবেন।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর