বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ দেখাবে ভারত

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

ভারতের প্রজাতন্ত্র দিবসে রাজপথের কুচকাওয়াজে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের গৌরবময় কিছু বিষয় প্রদর্শন করা হবে। প্রতি বছর ২৬ জানুয়ারি এ দিবস উদ্যাপন করা হয়। জানা গেছে, গত বছরের মতো এবারও ভারতের প্রজাতন্ত্র দিবসে কভিড মহামারির কারণে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান প্রধান অতিথি থাকছেন না। গত বছরও প্রজাতন্ত্র দিবসে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে আমন্ত্রণ জানানো হলেও শেষ মুহূর্তে তিনি সফর বাতিল করেন। এবারে ভারত সরকার মধ্য এশিয়ার রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানাতে  চেয়েছিল। তা-ও বাতিল হয়ে যাওয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মধ্য এশিয়ার রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ভার্চুয়াল শীর্ষ সম্মেলন করবেন। এটাই হবে ভারত-মধ্য এশিয়া প্রথম শীর্ষ সম্মেলন। এতে থাকছেন কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের রাষ্ট্রপতিরা। ভারতীয় বিমানবাহিনী ২৬ জানুয়ারি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার চমকপ্রদ ঘটনা ‘টাঙ্গাইল এয়ার ড্রপ’ ও মেঘনা অপারেশন প্রদর্শন করবে। মুক্তিযোদ্ধাদের মদদ দিতে ঢাকার উত্তরে টাঙ্গাইলে ছত্রীসেনা (প্যারাট্রুপার) নামানো হয়েছিল। যার ফলে পাকিস্তান বাহিনীর মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করা অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল। পাকিস্তান বাহিনী সংখ্যায় বেশি থাকলেও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। মেঘনা অপারেশন হলো যোদ্ধাদের মেঘনা নদী পার করাতে ভারতীয় হেলিকপ্টারের তৎপরতা। রাজপথে সামরিক বাহিনীর কুচকাওয়াজে ভারতীয় বিমানবাহিনীর একটি ট্যাবলোতে মুক্তিযুদ্ধ দেখানো হবে। ঢাকার গভর্নর হাউসে হানা দেওয়া ন্যাট যুদ্ধবিমানটি থাকবে এতে। এ বছর নিয়ে পাঁচবার প্রজাতন্ত্র দিবসে কোনো বিদেশি অতিথি থাকছেন না। ১৯৫২ ও ১৯৫৩ এবং ইন্দিরা গান্ধী প্রথমবার যখন প্রধানমন্ত্রী হন সেই ১৯৬৬ সালেও বিদেশি রাষ্ট্রপ্রধান ছিলেন না।

 

সর্বশেষ খবর