শিরোনাম
সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

দায়িত্ব নিয়ে কাজ করতে হবে বিচারক-আইনজীবীদের

-ইউসুফ হোসেন হুমায়ুন

দায়িত্ব নিয়ে কাজ করতে হবে বিচারক-আইনজীবীদের

দেশের পাহাড়সম মামলার জট কমাতে বিচারক ও আইনজীবীদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে বলে মনে করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। তিনি বলেন, বিচারকরা দায়িত্ব নিয়ে কাজ করলে যেমন মামলা দ্রুত নিষ্পত্তি হবে, তেমনি ঘন ঘন মামলা মুলতবির আবেদন না করে আইনজীবীরাও ভূমিকা রাখতে পারেন মামলাজট কমাতে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, ‘আমার দৃষ্টিতে দুটি পথ রয়েছে। এক নম্বর হচ্ছে আরও অধিক সংখ্যক বিচারক নিয়োগ দিয়ে আদালতের সংখ্যা বাড়াতে হবে। দুই নম্বর পথ আইনজীবীদের ভূমিকা রাখা।’ তিনি বলেন, ‘আমরা বিচারক হিসেবে যাদের নিয়োগ দিয়েছি এবং ভবিষ্যতে দেব, খেয়াল রাখতে হবে, তারা তাদের কাজটা সঠিকভাবে করছেন কি না। শুধু অনেক বিচারক নিয়োগ দিলাম, কিন্তু তারা সিনসিয়ারলি কাজটা করলেন না। তাহলে কোনো লাভ হবে না। বিচারকদের নিজের কাজটা অবশ্যই সিনসিয়ারলি করতে হবে।’

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবী বলেন, ‘শুধু বিচারকরাই সঠিকভাবে কাজ করবেন বিষয়টা তাও নয়। আমাদের আইনজীবীরাও মামলাজট কমাতে ভূমিকা রাখতে পারেন।’ তিনি বলেন, ‘অনেক সময়ই দেখা যায় আমরা আইনজীবীরা ঘন ঘন মুলতবির আবেদন নিয়ে আদালতের সামনে হাজির হই। কখনো কখনো খুব বেশি জরুরি না হলেও করি। এসব বন্ধ করতে হবে। বিশেষ করে কোনো সিনিয়র আইনজীবী যখন মুলতবির আবেদন নিয়ে আদালতে যান, তখন বিচারক বিব্রত হন। এক রকম বাধ্য হয়েই আবেদন মঞ্জুর করেন। তাই আইনজীবীদের উচিত হবে অপ্রয়োজনীয় সময়ের আবেদন না করা।’ সবাই নিজ নিজ জায়গা থেকে সিনসিয়ারলি কাজটা করলে মামলাজট থাকবে না বলেই মনে করেন এই জ্যেষ্ঠ আইনজীবী।

সর্বশেষ খবর