শিরোনাম
শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২ ০০:০০ টা
সামাজিক অপরাধ বাড়ছেই

ফরিদপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে কিশোর গ্যাংয়ের হামলা মারধর করে টাকা লুট

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর শহরতলির ধুলদি রেলগেট বাজার এলাকায় অবস্থিত একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়েছে কিশোর গ্যাংয়ের একটি দল। এ সময় তারা ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে দুজনকে কুপিয়ে মারাত্মক জখম করে ক্যাশবাক্স থেকে ৬ লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। হামলায় আহত মো. করিমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সকাল ১০টার দিকে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা গেছে, ধুলদি রেলগেট বাজার এলাকায় মেসার্স মল্লিক ট্রেডার্স নামে বড় একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এ প্রতিষ্ঠানে রড, সিমেন্টসহ বিভিন্ন পণ্য বিক্রি করা হয়। সকাল ১০টার দিকে একটি কিশোর গ্যাংয়ের দল ওই ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়। তারা প্রতিষ্ঠানের ম্যানেজার মো. রুবেলকে ক্যাশবাক্সের চাবি দিতে বলে। চাবি না দিলে তাকে চায়নিজ  কুড়াল দিয়ে কুপিয়ে চাবি ছিনিয়ে নেয়। প্রতিষ্ঠানের মালিকের ভাই মো. করিম এ সময় কিশোর গ্যাং ও সদস্যদের বাধা দিলে তাকেও চায়নিজ কুড়াল দিয়ে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করা হয়। হামলাকারীরা প্রতিষ্ঠানের ক্যাশবাক্স ভেঙে সেখান থেকে প্রায় ৬ লাখ টাকা নিয়ে চলে যায়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল গিয়ে করিমকে হাসপাতালে পাঠায়। প্রতিষ্ঠানের ম্যানেজার রুবেল বলেন, ‘কিশোর বয়সের ১২ থেকে ১৫ জন তাদের প্রতিষ্ঠানে দেশি অস্ত্র নিয়ে ঢোকে। তারা ক্যাশবাক্সের চাবি চায়। চাবি না দিলে আমাকে কুপিয়ে চাবি নেয় এবং প্রায় ৬ লাখ টাকা নিয়ে চলে যায়।’ রুবেল জানান, তিনি কয়েকজনকে চিনতে পেরেছেন। প্রতিষ্ঠানের মালিক জাহিদুল ইসলাম সেকেন বলেন, যারা প্রতিষ্ঠানে হামলা করেছে তাদের সঙ্গে তাঁর কোনো বিরোধ ছিল না। এ গ্যাংয়ের সদস্যরা মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। তারা প্রতিষ্ঠান থেকে টাকা লুট করার জন্যই হামলা চালিয়েছে। তিনি বলেন, কিশোর গ্যাংয়ের সদস্যরা তার ভাই করিমকে কুপিয়েছে ও বেদম প্রহার করেছে। তার মাথা ও কানের পাশে ছয়টি সেলাই দেওয়া হয়েছে। পিটিয়ে শরীরের বিভিন্ন স্থান জখম করেছে। কোতোয়ালি থানার ওসি এম এ জলিল বলেন, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর