মঙ্গলবার, ২১ জুন, ২০২২ ০০:০০ টা

ঝোপে নবজাতকের কান্না, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাই পৌর এলাকার একটি ঝোপের ভিতর নবজাতকের কান্না শুনে স্থানীয়রা উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করেন। পরে গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নবজাতকটি মারা গেছে। সোমবার সকালে ধামরাই পৌর এলাকার বরাতনগর মহল্লার ঝোপ থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়। বরাতনগর মহল্লার বাসিন্দা ওয়াসিম হোসেন বলেন, প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে হাঁটতে বের হই। এ সময় বাসার পশ্চিম পাশে ঘন  ঝোপের ভিতর থেকে শিশুর কান্নার শব্দ পাই। পরে আমি সামনে এগিয়ে গিয়ে দেখি একটি নবজাতক কন্যাশিশু রক্তাক্ত ও কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় পড়ে আছে। তাৎক্ষণিক শিশুটিকে সেখান থেকে কুড়িয়ে আনি। এরপর বিষয়টি প্রতিবেশীদের জানাই এবং থানায় খবর দিই। পরে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে এসে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ধামরাই উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা জানান, উদ্ধার শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হলে তাকে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়। শিশুটির নাক ও চোখ বিকৃত অবস্থায় ছিল এবং হাত ও পায়ে রক্তের ছোপ ছোপ দাগ ছিল। এরপর অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হলে দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় নবজাতকের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল থেকে জানিয়েছে। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, সকালে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর হাসপাতালে দুপুরের দিকে মারা গেছে বলে শুনেছি। শিশুটির পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, জন্মের পরই কেউ নবজাতকটিকে ঝোপের ভিতর ফেলে দেওয়া হয়েছিল।

সর্বশেষ খবর