বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা
রেলস্টেশনে তরুণী হেনস্তা

আদেশে পোশাক নিয়ে কিছুই বলা হয়নি : হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

নরসিংদী রেলস্টেশনে পোশাকের কারণে হেনস্তার শিকার তরুণীর পোশাক নিয়ে এ সংক্রান্ত মামলার আদেশে কিছুই লেখা হয়নি বলে মন্তব্য করেছেন হাই কোর্ট। গতকাল বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। এ সময় হাই কোর্ট বলেন, ‘আমরা (হাই কোর্ট) তো আদেশে পোশাক নিয়ে কিছুই লিখিনি, আমরা ভিডিও দেখে আইনজীবীদের কাছে শুধু জানতে চেয়েছি। ভিডিও দেখে রাষ্ট্রপক্ষের কাছে জানতে চেয়েছি, এমন ড্রেস পরে এমন গ্রাম এলাকায় যাওয়া ঝুঁকিপূর্ণ কিনা?’ পরে আদালত সম্পর্কে ভিন্ন রকম মন্তব্য যদি কেউ করে থাকেন, তাহলে তাদের সম্পর্কে সুনির্দিষ্টভাবে তথ্য উপস্থাপনে আইনজীবীদের নির্দেশ দেন হাই কোর্ট। এর আগে, মঙ্গলবার হেনস্তার শিকার তরুণীকে নিয়ে হাই কোর্ট মন্তব্য করেন। পরে সেসব মন্তব্যের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রতিবাদ জানান। আদালতের মন্তব্য নিয়ে ফেসবুকে মন্তব্য করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিষয়টি গতকাল হাই কোর্টে উপস্থাপন করেন আইনজীবী মো. কামাল হোসেন।

তার সঙ্গে রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মাদ আবুল হাশেমও ফেসবুকের একটি স্ক্রিনশট আদালতে উপস্থাপন করেন এবং মন্তব্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেন।

 

 

সর্বশেষ খবর