বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

শুরুতেই কঠিন চ্যালেঞ্জে ট্রাস

প্রতিদিন ডেস্ক

শুরুতেই কঠিন চ্যালেঞ্জে ট্রাস

যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী লিজ ট্রাস শুরু থেকেই কিছু কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন।বিবিসির এক প্রতিবেদনে লিজ ট্রাসের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিতে পারে এমন ৭টি মূল সমস্যার কথা বলা হয়েছে। এগুলো হলো- বাড়তে থাকা দৈনন্দিন খরচ, শীতকালে জাতীয় স্বাস্থ্যসেবা কীভাবে কাজ করবে, ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত থাকবে কীভাবে, বিভাজিত টোরি দলকে সংগঠিত করা, উত্তর আয়ারল্যান্ডের অচলাবস্থার নিরসন, স্কটল্যান্ডের স্বাধীনতা প্রসঙ্গ ও ২০৫০ সালের মধ্যে নেট জিরো কার্বন নিঃসরণ নিশ্চিত করা। বিশেষজ্ঞদের মতে, লিজ ট্রাসের পক্ষে এ সমস্যা পুরোপুরি সমাধান করা খুবই ঝামেলাপূর্ণ হবে। দ্য গার্ডিয়ানের বিশ্লেষণেও জ্বালানির মূল্য ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি এবং জাতীয় স্বাস্থ্যসেবা ও সামাজিক সেবার বিষয়টি নিয়ে তাঁকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, তিনি কীভাবে এগুলো সামাল দেবেন, সেটাই ঠিক করে দেবে তাঁর প্রধানমন্ত্রিত্ব এবং আসছে বছরগুলোয় যুক্তরাজ্যের ভাগ্যে কী আছে। জনগণ এর জবাব খুব দ্রুত চায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর