শিরোনাম
বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সতর্ক থাকতে হবে প্রশ্ন বাছাইয়ে

ব্রিগেডিয়ার জেনারেল তায়েফ উল হক

সতর্ক থাকতে হবে প্রশ্ন বাছাইয়ে

রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল তায়েফ উল হক বলেছেন, এসএসসি পরীক্ষায় বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষায় প্রশ্ন বাছাইয়ের সুযোগ বেশি থাকছে। তাই পরীক্ষার্থী যেটি প্রথমে কমন পাবে সেটিরই উত্তর দিতে হবে। সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে প্রশ্ন বাছাইয়ে। কারণ, সময়ের দিকে খেয়াল রাখতে হবে। সব প্রশ্ন দেখতে গিয়ে সময় নষ্ট করা ঠিক হবে না। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, লিখিত পরীক্ষাতেও প্রশ্ন বাছাইয়ের সুযোগ রয়েছে। তাই পরীক্ষার্থীদের নার্ভাস হওয়া বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর তাদের সিলেবাসও পুনর্বিন্যস্ত (সংক্ষিপ্ত) করা হয়েছে। অনেক আগে এই সিলেবাস পেয়েছে ছাত্র-ছাত্রীরা। তাই পরীক্ষার্থীরা খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছে বলে মনে করি। আর পরীক্ষা পেছানোর কারণে ছাত্র-ছাত্রীরা অনেকদিন এভাবে প্রস্তুতি নিতে পেরেছে। আমাদের প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থীদের পুনর্বিন্যস্ত সিলেবাসে পরীক্ষার আদলে তিনটি মডেল টেস্ট নেওয়া হয়েছে। আশা করছি তারা পরীক্ষায় ভালো করবে।

অধ্যক্ষ বলেন, পরীক্ষার দিন সময় নিয়ে নির্ধারিত সময়ের কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে পৌঁছতে হবে শিক্ষার্থীদের। পরীক্ষায় প্রশ্নফাঁস হওয়ার কোনো সুযোগ নেই। তাই পরীক্ষার্থী ও অভিভাবকদের এ সংক্রান্ত কোনো গুজব বা মিথ্যা প্ররোচনায় কান দেওয়া যাবে না।

সর্বশেষ খবর