বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সময় এখন শুধুই রিভিশনের

মাহবুবুর রহমান মোল্লা

সময় এখন শুধুই রিভিশনের

রাজধানীর সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান মোল্লা বলেছেন, পরীক্ষা একেবারেই দরজায় কড়া নাড়ছে। সময় এখন তাই শুধুই রিভিশনের। প্রতিটি পরীক্ষার আগে পরীক্ষার্থীদের রিভিশনটা ভালোভাবে করে যেতে হবে। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, পরীক্ষার জন্য জোরেসোরে প্রস্তুতি নিয়ে রেখেছিল শিক্ষার্থীরা। তারা পড়ালেখার মধ্যেই ছিল। কিন্তু সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির কারণে পরীক্ষা পিছিয়ে যাওয়ায় লেখাপড়ায় কিছুটা খেই হারিয়ে ফেলে তারা। তাদের পড়াশোনার আগ্রহ কিছুটা কমে গিয়েছিল। এসএসসি পরীক্ষার জন্য এই পরীক্ষার্থীরা বড় সময় পেয়েছে প্রস্তুতির জন্য। করোনাভাইরাস মহামারির কারণে এই এসএসসিতেও সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হচ্ছে। তাই প্রস্তুতি নিয়ে কোনো বেগ থাকার কথা নয় ছাত্র-ছাত্রীদের। মাহবুবুর রহমান মোল্লা বলেন, পরীক্ষায় সিলেবাস যেমন কমেছে, সময়ও কমেছে। তিন ঘণ্টার পরিবর্তে দুই ঘণ্টায় দিতে হবে পরীক্ষা। এ জন্য অবশ্য তুলনামূলকভাবে কম প্রশ্নের উত্তর করতে হবে ছাত্র-ছাত্রীদের। প্রশ্ন বাছাইয়ের সুযোগ থাকবে লিখিত প্রশ্নের পাশাপাশি এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রেও। এসএসসিতে বেশির ভাগ ক্ষেত্রে ৩০টি এমসিকিউয়ের মধ্যে দিতে হবে মাত্র ১৫টির উত্তর। ভালো নম্বর তোলার এটি বড় সুযোগ পরীক্ষার্থীদের জন্য। তবে সব এমসিকিউ পড়তে গিয়ে সময় নষ্ট করা যাবে না। মাত্র ২০ মিনিট নির্ধারণ থাকবে এমসিকিউয়ের জন্য। সবগুলো প্রশ্ন পড়তে গিয়ে জানা প্রশ্নের উত্তর যেন মিস হয়ে না যায়।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর