শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
অষ্টম কলাম

৩২ মামলা নিয়ে ৬ বছর পলাতক প্রতারক দুই ভাই গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে বহুতল ভবন নির্মাণ করে বিক্রির নামে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন-মাজাহার ইকবাল খান ও জাফর ইকবাল খান। বুধবার রাতে চট্টগ্রাম ও গাজীপুরে পৃথক অভিযান চালিয়ে    তাদের গ্রেফতার করে সিএমপির কোতোয়ালি থানা পুলিশ। গ্রেফতারকৃত দুই ভাইয়ের বিরুদ্ধে ২০টি মামলায় সাজাসহ মোট ৩২ মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির বলেন, ১০ বছর আগে গ্রেফতারকৃতদের বাবা মোহাম্মদ ইকবাল মারা যান। এর পর কোতোয়ালি থানাধীন দিদার মার্কেট এলাকায় পৈত্রিক জমিতে বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেন দুই ভাই। এ সময় তারা ফ্ল্যাট বিক্রির কথা বলে লোকজনের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেন। পরে তা আত্মসাৎ করে পালিয়ে যান।

অর্থ আত্মসাতের অভিযোগে মাজাহারের বিরুদ্ধে ১৯ ও জাফর ইকবালের বিরুদ্ধে ১৩টি মামলা দায়ের করেন ভুক্তভোগীরা। যার ২০টি মামলায় সাজা হয়েছে। বাকি মামলাগুলোতেও গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। ছয় বছর ধরে তারা পলাতক ছিলেন। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

 

সর্বশেষ খবর