শনিবার, ১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা

দেবী দুর্গার বোধন আজ

নিজস্ব প্রতিবেদক

শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা

ধূপ-ধুনুচি, পঞ্চপ্রদীপ আর ঢাকের বাদ্যির তালে আজ সায়ংকালে আসনে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা। বোধনের ঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। পঞ্জিকার সূচি অনুযায়ী, শুক্রবার রাত ৯টা ১০ মিনিট থেকে ষষ্ঠী শুরু হয়ে আজ রাত ৯টা ৭ মিনিট পর্যন্ত স্থায়ী হবে। তাই সায়ংকালে অর্থাৎ সন্ধ্যায় দেবীর বোধন অনুষ্ঠিত হবে।

মহানগর সার্বজনীন পূজা কমিটি জানায়, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আজ সায়ংকালে দেবীর বোধন অনুষ্ঠিত হবে। এ সময় আসনে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা। এই নির্ঘণ্ট মেনে দেশের পূজা মন্ডপগুলোতে চলছে দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি। উদযাপন পরিষদের হিসাবে এ বছর সারা দেশের ৩২ হাজার ১৬৮টি পূজামন্ডপে দুর্গা পূজা হবে। রাজধানীতে ২৪২টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। মন্ডপগুলোতে                 চলছে শেষ সময়ের প্রস্তুতি। আলোকসজ্জায় রঙিন হয়ে উঠেছে রাজধানী। পালবাড়ি থেকে পূজামন্ডপে প্রতিমা আনার প্রস্তুতি সম্পন্ন করতে ব্যস্ত সময় পার করছেন পূজা কমিটির সদস্যরা। বনানী মাঠ সেজে উঠেছে পূজার আয়োজনে। প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মানিয়ে মন্ডপ সাজিয়েছে পূজা কমিটি।

গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের সহ-সভাপতি সুধাংশু কুমার দাস বলেন, শনিবার সন্ধ্যা ৬টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। জমকালো আয়োজনে বসুন্ধরা সার্বজনীন পূজামন্ডপে এবার অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা। মন্ডপের সজ্জা শেষে আজ সন্ধ্যায় বোধনের মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজা।

সর্বশেষ খবর