বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

কুমিল্লার রাজনীতিতে যত হিসাব-নিকাশ

কুমিল্লার রাজনীতিতে যত হিসাব-নিকাশ

দক্ষিণ জেলা, উত্তর জেলা ও মহানগরী- তিন ভাগে বিভক্ত কুমিল্লার রাজনীতি। সামনে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন। উপজেলাগুলোয় সম্মেলনের প্রস্তুতি চলছে। মহানগরী কমিটির সময়ও শেষ দিকে। আলোচনা চলছে সম্মেলন নিয়ে। উত্তর জেলার মেয়াদ দুই বছরের মতো শেষ হয়েছে। দক্ষিণ, উত্তর ও মহানগরীতে বিএনপির নতুন কমিটি হয়েছে। এদিকে কুমিল্লায় জাতীয় পার্টি দ্বিধাবিভক্ত। চোখে পড়ে না কোনো কর্মসূচি। অন্য দলগুলোর মধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জাসদ তাদের পরিমন্ডলে কর্মসূচি পালন করছে। সবার চোখ আগামী সংসদ নির্বাচনের দিকে। সরকারের উন্নয়ন কার্যক্রমের প্রচার চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে মাঠে কর্মসূচি পালন করছে বিএনপি। আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি- তিন দলের নেতাদের সঙ্গে কথা বলে প্রতিবেদন তৈরি করেছেন কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা

সর্বশেষ খবর