বুধবার, ১৬ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

প্রতিহিংসার রাজনীতি করে না আওয়ামী লীগ

-------- মতিয়ার রহমান

প্রতিহিংসার রাজনীতি করে না আওয়ামী লীগ

লালমনিরহাট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান বলেছেন, তার দল কখনো প্রতিহিংসার রাজনীতি করে না। সব সময় জনগণের কল্যাণে কাজ করে। আওয়ামী লীগ, এর সহযোগী ও অঙ্গসংগঠনগুলোর মধ্যে প্রতিহিংসা নেই। আওয়ামী লীগ একটি বিশাল রাজনৈতিক দল। একাধিক নেতা নেতৃত্বে আসতে চান এবং নির্বাচন করতে চান। দলে সেই প্রতিযোগিতা রয়েছে।

বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আওয়ামী                 লীগ একটি গণতান্ত্রিক সংগঠন। গঠনতান্ত্রিকভাবেই নিয়মিত সম্মেলন করে আসছে। ইউনিয়ন থেকে জেলা পর্যায় পর্যন্ত সম্মেলন হচ্ছে। দলে ত্যাগীদের মূল্যায়ন করা হচ্ছে। তিনি বলেন, জেলায় আওয়ামী লীগের সাংগঠনিক সাতটি ইউনিট রয়েছে। ছয়টি ইউনিটের সম্মেলন হয়েছে। এতে কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, ‘আওয়ামী লীগ এ দেশের গণমানুষের দল। এ জেলা আওয়ামী লীগের ঘাঁটি। সাংগঠনিকভাবে লালমনিরহাটে আওয়ামী লীগ অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে। আগামী নির্বাচনে লালমনিরহাটের তিনটি আসনই শেখ হাসিনাকে উপহার দিতে পারব।

সর্বশেষ খবর