বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ব্যাংকের ঋণের সুদ মওকুফের ক্ষমতা কমল

নিজস্ব প্রতিবেদক

দেশে কার্যক্রম চালানো ব্যাংকগুলোর ঋণের সুদ মওকুফের ক্ষমতা কমানো হয়েছে। এখন থেকে ঋণের সুদ মওকুফ করার আগে সংশ্লিষ্ট ব্যাংকের অভ্যন্তরীণ অডিট বিভাগের মাধ্যমে ইন্টারনাল কন্ট্রোল কমপ্লায়েন্স বিভাগের প্রধানের মতামত নিতে হবে।

গতকাল এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধান ও নীতি বিভাগ। এতে বলা হয়েছে, ঋণগ্রহীতার মৃত্যু, প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, বন্যা, দুর্দশাসহ বিভিন্ন অপ্রত্যাশিত কারণে ব্যাংক ঋণের সুদ মওকুফ করতে পারে। অথবা বন্ধ প্রকল্প ব্যাংক ঋণের সুদ সম্পূর্ণ বা আংশিক মওকুফ করা যেতে পারে। কিন্তু সম্প্রতি দেখা গেছে, ব্যাংকগুলো অনেক সময় এসব বিশেষ পরিস্থিতি বিবেচনা না করেই বিভিন্ন গ্রাহকের সুদ মওকুফ করে দেয়। ফলে সুদ মওকুফ সুবিধা পাওয়ার জন্য অনেকেই নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকের বকেয়া পরিশোধ করছে না। যা ব্যাংকিং খাতে সামগ্রিক ঋণ শৃঙ্খলার পরিপন্থি। এতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকের পাওনা পরিশোধের জন্য গ্রাহকদের মধ্যে সচেতনতা সৃষ্টি, সার্বিক ঋণ শৃঙ্খলা বজায় রাখা এবং গ্রাহকদের স্বার্থরক্ষার জন্য সব ধরনের সুদ মওকুফের ক্ষেত্রে নতুন নির্দেশনা অনুসরণ করতে হবে।

সর্বশেষ খবর