বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

তথ্য না দেওয়ায় শোকজ ১৪ রাজনৈতিক দলকে

বিএনপিসহ চার দলকে ১ মাস সময় প্রদান

নিজস্ব প্রতিবেদক

নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন শর্ত প্রতিপালন ও হালনাগাদ তথ্য দিতে ব্যর্থ হওয়ায় ১৪টি রাজনৈতিক দলকে ‘কারণ দর্শানো নোটিস’ দিয়েছে নির্বাচন কমিশন। শোকজ নোটিস দলগুলোর সভাপতি/সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে। ২২ ডিসেম্বরের মধ্যে ব্যাখ্যাসহ তথ্য জমা দিতে বলা হয়েছে। এ ছাড়া বিএনপিসহ চারটি দল তথ্য দেওয়ার সময় চাওয়ায় ইসি তাদের এক মাসের সময় দিয়েছে। ৩৯ রাজনৈতিক দলের কাছে নিবন্ধনের শর্ত প্রতিপালনের তথ্য চেয়েছিল ইসি। নভেম্বরে তথ্য জমা দেওয়ার সময় শেষ হয়।

গতকাল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ‘ইসির চিঠির জবাবে তথ্য পাঠিয়েছে ২১টি রাজনৈতিক দল, সময় চেয়েছে চারটি। ১৪টি দল সময়মতো জবাব দেয়নি। যারা সময় চেয়েছে তাদের আমরা সময় দিয়েছি এক মাস। যারা দেয়নি তাদের কাছে কারণ জানতে চাওয়া হয়েছে ১৫ দিনের মধ্যে। এ-সংক্রান্ত একটি চিঠি পাঠানো হবে।’ তিনি জানান, নির্ধারিত সময়ের পর দুটি রাজনৈতিক দলের তথ্য পেলেও কারণ দর্শানো নোটিস ১৪টি দলের কাছেই যাচ্ছে। দলগুলোর নিবন্ধন শর্ত প্রতিপালনে কয়েকটি বিষয়ে হালনাগাদ তথ্য চেয়ে ১৩ অক্টোবর পাঠানো চিঠিতে ৩০ কর্মদিবসের মধ্যে জবাব চাওয়া হয়। নির্বাচন কমিশনার আলমগীর বলেন, ‘প্রতি বছর যে তথ্যগুলো চাইব তারা দেবেন। পরপর তিন বছর না দিলে কমিশনকে তো তখন একটা সিদ্ধান্ত নিতে হয়।’

কারণ দর্শাতে বলা হয়েছে যাদের : কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ কল্যাণ পার্টি, গণতন্ত্রী পার্টি।

সর্বশেষ খবর