শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

মেট্রোরেল উদ্বোধন ২৮ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

পদ্মা সেতুর পর যোগাযোগ খাতের আরেক স্বাপ্নিক প্রকল্প মেট্রোরেল লাইন-৬ যাত্রী চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে ২৮ ডিসেম্বর। বৃহৎ এই প্রকল্পের একাংশ দিয়াবাড়ী থেকে আগারগাঁও উদ্বোধনের জন্য সময় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজয়ের মাস হিসেবে ডিসেম্বরের সঙ্গে বাঙালি জাতির আলাদা অনন্য এক আবেগ, অনুভূতি জড়িত। আর এই ডিসেম্বর মাসকেই বেছে নেওয়া হয়েছে মেট্রোরেল  উদ্বোধনের জন্য। উদ্বোধন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে জোরেশোরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়াবাড়ীতে মেট্রোরেলের ডিপো এবং মূল জংশনের উদ্বোধন করবেন সরাসরি। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) একটি সূত্র এ তথ্য জানিয়েছে। উদ্বোধনের পর প্রথম সপ্তাহে রেল চলবে দিনে দুবার সকালে ও বিকালে। আধুনিক ও নতুন এই যোগাযোগমাধ্যমের সঙ্গে মানুষকে অভ্যস্ত এবং পরিচয় করিয়ে দিতেই প্রথম দিকে দিনে দুবার চলবে এই রেল। এরপর ধীরে ধীরে তা বাড়ানো হবে। এর আগে ১২ ডিসেম্বর লাইন-৬ উদ্বোধনের এই প্রস্তুতি সরেজমিন ঘুরে দেখানোর জন্য প্রথমবারের মতো গতকাল সাংবাদিকদের নিয়ে এক প্রেস ট্যুরের আয়োজন করে এ প্রকল্পে অর্থায়নকরী ও নির্মাতা প্রতিষ্ঠান জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। অবশ্য এর আগে ডিএমটিসিএল ও মেট্রোরেল কর্তৃপক্ষের মাধ্যমে বহুবার প্রকল্পের অগ্রগতি ঘুরে দেখানো হয়। সে সময় জানানো হয়, প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছে এ প্রকল্প উদ্বোধনের জন্য। তাঁর দেওয়া সুবিধাজনক তারিখে উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী এরই মধ্যে ২৮ ডিসেম্বর প্রকল্পটি উদ্বোধনের সম্মতি দিয়েছেন বলে জানিয়েছে ডিএমটিসিএল। অত্যন্ত জাঁকজমকভাবে উদ্বোধন করা হবে এই মেগা প্রকল্প।

সর্বশেষ খবর