শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

মির্জা ফখরুলের মুক্তি দাবি করে বিবৃতি ৬০ নাগরিকের

নিজস্ব প্রতিবেদক

গ্রেফতার হওয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবিতে গতকাল বিবৃতি দিয়েছেন দেশের বিশিষ্ট ৬০ নাগরিক। বিবৃতিতে বলা হয়েছে, ৮ ডিসেম্বর মধ্য রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কোনো গ্রেফতারি পরোয়ানা ছাড়া তাঁর নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়। এখন পর্যন্ত তাঁকে জামিন দেওয়া হয়নি। আমরা পারিবারিক সূত্রে জানতে পেরেছি, তিনি অসুস্থ। তাঁকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আমরা মির্জা ফখরুলের বন্ধু এবং শুভাকাক্সক্ষীরা তাঁর সুস্থতার বিষয়ে উদ্বিগ্ন। আমরা দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার প্রক্রিয়াকে আরও শক্তিশালী ও বেগবান করার জন্য মির্জা আলমগীরের মুক্তি দাবি করছি।

বিবৃতিদাতারা হলেন- লেখক ও শিক্ষক বদরুদ্দীন উমর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মাহবুব উল্লাহ (অব.), অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ওয়াহিদউদ্দীন মাহমুদ (অব.), বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দীন আহমেদ প্রমুখ।

সর্বশেষ খবর