শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
মেট্রোরেল প্রসঙ্গে কাদের

প্রথম দিনের সমস্যা বাঁকা চোখে দেখবেন না

নিজস্ব প্রতিবেদক

সাধারণ নাগরিকদের নিয়ে মেট্রোরেল চলাচলের প্রথম দিন ছোটখাটো যেসব সমস্যা হয়েছে, সেগুলো ‘বাঁকা চোখে’ না দেখার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, বাঁকা চোখে দেখছেন কেন? একটা জিনিস বাংলাদেশে হয়েছে নতুন, প্রথম অভিজ্ঞতা, মেশিনটা তো চালাতেও এদিক সেদিক হতে পারে। মানুষকে অভ্যস্ত করতে হবে। এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওখানে অভিজ্ঞ ব্যক্তিরা বসে আছেন। কলকাতার মেট্রোরেল তো এটা না, এটা অনেক আগানো।

গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

মেট্রোরেলের ভাড়া নিয়ে প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ভাড়া নিয়ে কোন সমস্যা হবে না। এখন রিকশায় উঠলেই ২০টাকা। ঢাকা মেট্রোরেল এবং কলকাতার মেট্রোরেল এক না। আগারগাঁওয়ের মেট্রোরেলের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। এ সরকারের মেয়াদেই মতিঝিল পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন হবে। তিনি বলেন, আগামী ২০৩০ সালের মধ্যে ঢাকায় আরও ৬টি মেট্রোরেলের লাইন প্রতিষ্ঠার সমন্বিত কর্মপরিকল্পনা রয়েছে। একইসঙ্গে ঢাকার বাইরে চট্টগ্রামে সম্ভাব্যতা যাচাই চলছে। ঢাকা-চট্টগ্রামে আরও দুটি সার্ভিস লেন হবে। চলমান সংকটকালে আমরা বড় প্রকল্পের কাজ হাতে নিতে পারবো না। আগামী বছর এলিভেটেড এক্সপ্রেসওয়ে অর্ধেকটা ওপেন করতে পারবো।

রংপুর সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে গণতন্ত্রের জয় হয়েছে। আওয়ামী লীগ পিছিয়ে রয়েছে। আমরাও কোনো হস্তক্ষেপ করি নাই। তবে কেন আওয়ামী লীগ প্রার্থী পিছিয়ে রয়েছেন- তা খতিয়ে দেখা হচ্ছে। আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে দলের নেতারা কাজ করেননি- এমন প্রমাণ পেলে এক সপ্তাহের মধ্যেই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। আমরা যতটুকু জেনেছি, রংপুর সিটি করপোরেশনের নেতাকর্মীরা নারী প্রার্থীকে মেনে নিতে পারে নাই। তবে এটা বাংলাদেশের সব জায়গার চিত্র না। নারায়ণগঞ্জে আইভি তো ব্যাপক ভোটে জেতে। সেখানে নারী নেত্রী মেনে নিয়েছে কর্মীরা। রংপুরে এই কালচার গড়ে ওঠেনি।

ওবায়দুল কাদের বলেন, ইভিএম সব নির্বাচনী কেন্দ্রে থাকবে কি না সেটি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয়। আওয়ামী লীগের দাবি, সব কেন্দ্রে ইভিএমে নির্বাচন হোক। তবে, সব কেন্দ্রে ইভিএমে ভোট হলেও আওয়ামী লীগের কোনো সমস্যা নেই, না হলেও সমস্যা নেই।

চাঁপাইনবাবগঞ্জ-২ সংসদীয় আসনের উপনির্বাচনে চিত্রনায়িকা মাহিয়া মাহি আওয়ামী লীগের প্রার্থী হওয়ার বিষয়টি নিয়ে দলীয় সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে বলে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী বলেছেন ওর (মাহি) পরিবার তো আওয়ামী লীগের পরিবার। তিনিও আওয়ামী লীগ করেন। ঠিক আছে ফরম সংগ্রহ করুক। ওই অভিনেত্রী আওয়ামী লীগের প্রার্থী হওয়ার সম্ভাবনার বিষয়ে কাদের বলেন ‘প্রার্থী হচ্ছেন কিনা, বলতে পারবো না। তাকে ফরম কেনার অধিকার দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর