সোমবার, ২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী

সমাবেশে এক মঞ্চে রওশন ও জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

সমাবেশে এক মঞ্চে রওশন ও জি এম কাদের

রাজধানীতে গতকাল জাতীয় পার্টির সমাবেশ -বাংলাদেশ প্রতিদিন

দলের পদপদবি নিয়ে যত দ্বন্দ্বই থাকুক না কেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সব দ্বন্দ্ব ও মান-অভিমান ভুলে দলকে একতাবদ্ধ রাখার প্রত্যয় ঘোষণা করলেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলের নেতা রওশন এরশাদ। জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে জাপা চেয়ারম্যান জি এম কাদেরের পাশের আসনে বসেন রওশন এরশাদ। বক্তব্য রাখেন- পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সালমা ইসলাম, সৈয়দ আবু হোসেন বাবলা প্রমুখ। পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এর আগে দুপুর ২টায় রাজধানীর মুক্তাঙ্গন (সচিবালয় সংলগ্ন) থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। রওশন এরশাদ বলেন, দলের যেকোনো সংকট, সমস্যা জ্যেষ্ঠ নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করে সমাধান করা হবে। তিনি বলেন, আমাদের চলার পথে মান-অভিমান থাকবেই কিন্তু দলের স্বার্থে সব ব্যক্তিগত স্বার্থ ভুলে যেতে হবে। মনে রাখতে হবে জাতীয় পার্টি একটা পরিবার, দলের প্রতিটি নেতা-কর্মী সেই পরিবারের সদস্য।

সর্বশেষ খবর