বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

কোকেন উদ্ধারে পেরুর নাগরিকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

কোকেন উদ্ধারের মামলায় জেইমি বার্ডলেস গোমেজ নামে পেরুর   এক নাগরিককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ (পঞ্চম আদালত) ফাতেমা ফেরদৌস এ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এ এফ এম রেজাউর রহমান রুমেল বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য দুই আসামিকে বিচারক খালাস দিয়েছেন। তারা হলেন মো. আবদুস সালাম ও সালাহউদ্দিন।

মামলার নথি থেকে জানা গেছে, ২০১৫ সালের ৯ জানুয়ারি ২ হাজার ৩০০ গ্রাম কোকেনসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোমেজকে আটক করে পুলিশ। বিমানবন্দর থানায় দায়ের করা মামলায় একই বছরের ১৫ ডিসেম্বর তিন আসামিকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেন। ২০১৬ সালের ৭ এপ্রিল অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে ১০ সাক্ষীর মধ্যে আটজনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

সর্বশেষ খবর