বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

আওয়ামী লীগ নেতাদের নিয়ে প্রচারে সাত্তার

ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে বিএনপির বহিষ্কৃত নেতা উকিল আবদুস সাত্তার ভুইয়ার পক্ষে আটঘাট বেঁধে মাঠে নেমেছে আওয়ামী লীগ। নির্বাচনে সাত্তার ভুইয়াকে বিজয়ী করতে গতকাল বিকালে সরাইল উপজেলায় আওয়ামী লীগ কর্মিসভা করেছে। উপজেলার সৈয়দ সিরাজুল ইসলাম অডিটরিয়ামে আবদুস সাত্তার সমর্থক গোষ্ঠীর ব্যানারে আয়োজিত সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও পাঁচবারের সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভুইয়া উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন। সরাইল উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. নাজমুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও সরাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সহসভাপতি মো. হেলাল উদ্দিন, যুগ্ম সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু প্রমুখ। সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতারা অংশ নেন। সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন বলেন, উকিল আবদুস সাত্তার ভুইয়া বিএনপিতে সম্মান পাননি বলেই দলটিকে প্রত্যাখ্যান করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। তাই আওয়ামী লীগ একজন যোগ্য ও সৎ রাজনীতিবিদকে সমর্থন জানিয়েছে। সাংবাদিকদের সঙ্গে জাপা প্রার্থীর মতবিনিময় : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে (সরাইল-আশুগঞ্জ) আসন্ন উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট মো. আবদুল হামিদ। গতকাল দুপুরে প্রেস ক্লাব কার্যালয়ে সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খানের সঞ্চালনায় সভাপতি মো. আইয়ুব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাপার কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মো. নোমান মিয়া, ফখরুল আহসান শাহজাদা, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইফতেখার আহসান (হাসান)।

সর্বশেষ খবর