বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ঢাকা কেন বায়ুদূষণের শীর্ষে

জানুয়ারি আসতেই প্রতিদিন বায়ুদূষণে বিশ্বের অন্যান্য শহরকে পেছনে ফেলছে রাজধানী ঢাকা। কখনো সকালে, কখনো বিকালে, কখনো আবার টানা ১২-১৪ ঘণ্টা বিশ্বের শীর্ষ দূষিত নগরীর তকমা থাকছে ঢাকার ললাটে। গতকাল রাত ৮টায়ও ঢাকার বাতাস ছিল দুর্যোগময়। প্রতি ঘনমিটার বাতাসে বিপজ্জনক দূষক উপাদান পিএম-২.৫ ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া সীমার (বার্ষিক গড়) চেয়ে ৬৩ গুণ বেশি, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার ভিজ্যুয়ালের প্রতিবেদন অনুসারে জানুয়ারির ২৫ দিনই ঢাকার বাতাস ছিল অস্বাস্থ্যকর, যার মধ্যে ১৮ দিন ছিল খুবই অস্বাস্থ্যকর। দূষণের কারণ ও প্রভাব নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন সিনিয়র রিপোর্টার শামীম আহমেদ

সর্বশেষ খবর