বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বিজিবির বাধায় কাঁটাতার দেওয়া বন্ধ বিএসএফের

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গতকাল হিলি সীমান্তে নিয়মনীতির পরোয়া না করে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাধা দেয়। এ নিয়ে দুই বাহিনীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং তারা মুখোমুখি অবস্থান নেয়।

দুপুরে সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ২২ নম্বর সাব পিলারসংলগ্ন ফকিরপাড়া এলাকায় কাঁটাতারবিহীন ভারতীয় অংশে কাঁটাতার দেওয়ার উদ্দেশ্যে বিএসএফ পিলার স্থাপনের কাজ শুরু করে। কিন্তু আন্তর্জাতিক আইন হচ্ছে- নোম্যান্স ল্যান্ডের ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা করা যাবে না। আইনটি উপেক্ষা করেই পিলার বসানোর কাজ শুরুর বিষয়টি বিজিবির নজরে পড়ে। তারা বাধা দেয়। দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলতে থাকে। বিকাল পৌনে ৩টার দিকে দুই বাহিনী ১০ মিনিট ধরে পতাকা বৈঠক করে। বৈঠকে নেতৃত্ব দেন বিজিবির হিলি ক্যাম্প কমান্ডার সুবেদার সাইদুল ইসলাম ও বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার বিসি যোশী। বৈঠকে বিজিবি পিলার তোলার কাজ বন্ধের প্রস্তাব দিলে বিএসএফ রাজি হয়। এতে পরিস্থিতি শান্ত হয়ে আসে।

সর্বশেষ খবর