বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

জমি নিয়ে বিরোধে বাবা ছেলেকে কুপিয়ে খুন

ময়মনসিংহ প্রতিনিধি

জমি নিয়ে বিরোধে বাবা ছেলেকে কুপিয়ে খুন

ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে নিহত হয়েছেন। গতকাল বিকালে সদর উপজেলার চুরখাই এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আবুল খায়ের (৬০) ও তার ছেলে ফরহাদ হোসেন (২০)। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তারা হলেন- আবুল খায়েরের আরেক ছেলে রিফাত হোসেন (২৪), আবুল কাশেমের ছেলে আবু সাঈদ (২২), আবদুল খালেকের ছেলে আবুল হাসেম (৪৭)। পুলিশ ও স্থানীয়রা জানায়, ময়মনসিংহ সদরের ভাবখালী ইউনিয়নের চুরখাই এলাকায় বাড়ির পাশে জমি নিয়ে বিরোধ চলছিল আবুল খায়ের ও চাচাতো ভাই কামাল হোসেনের পরিবারের মধ্যে। আদালতে এ নিয়ে মামলাও চলছে। সম্প্রতি আবুল খায়েরের বোনেরা তাদের অংশের কিছু জমি বিক্রি করেন ময়মনসিংহ শহরের এক ব্যক্তির কাছে। গতকাল বিকাল ৪টার দিকে সেই জমি মেপে বুঝিয়ে দিতে যান আবুল খায়ের ও তার ভাই-ভাতিজারা। এ সময় কামাল হোসেন লোকজন নিয়ে তাদের ওপর হামলা করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক আবুল খায়ের ও ফরহাদ হোসেনকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাগ্নে জাহিদ হোসেন বলেন, বিক্রি করা জমি তার মামা মেপে বুঝিয়ে দিতে গেলে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, হত্যায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন। দুজনের লাশ মমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ খবর