শুক্রবার, ৩ মার্চ, ২০২৩ ০০:০০ টা

পছন্দের মেয়েকে বিয়ে করতে না পারায় ঘটককে হত্যা!

পিরোজপুর প্রতিনিধি

প্রথমে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ, পরে বিয়ে করতে চাইলেও মেলেনি সাড়া। সেই মেয়েকে অন্য এক ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার মধ্যস্থতা করায় ক্ষিপ্ত হয়ে কুপিয়ে খুন করা হয়েছে বিয়ের ঘটককে। ঘটনাটি ঘটে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায়।

নিহত ঘটক আমিরুল ইসলাম উপজেলার চালিতাবুনিয়া গ্রামের বাসিন্দা। হত্যার ঘটনায় অভিযুক্ত তাহসিন আরবি (১৯) পুলিশের কাছে রিমান্ডে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এসব কথা বলেন বলে জানিয়েছে পুলিশ। গত বুধবার বিকালে দুই দিনের রিমান্ড শেষে তাহসিনসহ তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত ২১ ফেব্রুয়ারি রাতে বাড়ি ফেরার পথে কুপিয়ে হত্যা করা হয় আমিরুল ইসলামকে। তিনি এলাকায় ঘটকালি পেশায় জড়িত ছিলেন। এ ঘটনায় পরের দিন আমিরুলের ভাই নূরুল ইসলাম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মঠবাড়িয়া থানায় মামলা করেন। মামলায় পুলিশ আসামি হাফিজুর রহমান, তার ছেলে তাহসিন আরবিসহ চারজনকে গ্রেফতার করে। এরপর তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, হাফিজুর রহমানের পরিবারের সঙ্গে আমিরুল ইসলামের বিরোধ ছিল। হাফিজুর রহমানের ছেলে তাহসিন স্থানীয় এক মেয়েকে প্রথমে প্রেমের প্রস্তাব ও পরে বিয়ে করার প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতে থাকে। এ অবস্থায় মেয়ের পরিবার ঘটক আমিরুল ইসলামের মাধ্যমে মেয়েকে অন্যত্র বিয়ে দেয়। এ কারণে ঘটক আমিরুলকে কুপিয়ে হত্যা করে তাহসিন। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, রিমান্ডে আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী হত্যায় ব্যবহৃত দুটি ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

 

সর্বশেষ খবর