শিরোনাম
সোমবার, ৬ মার্চ, ২০২৩ ০০:০০ টা

জনগণের আস্থা হারিয়েছে দুই দল : চুন্নু

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, স্বজনপ্রীতি, দুর্নীতি, দুঃশাসন, লুটপাটের রেকর্ড গড়ে স্বাধীনতার চেতনা ভূলুণ্ঠিত করে জনগণের আস্থা হারিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। তিনি বলেন, বিএনপি ও আওয়ামী লীগ সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অরাজকতা, নাশকতা ও সহিংসতা তৈরি করে জনমনে আতংক সৃষ্টি করছে। গতকাল বনানীতে জাপা কার্যালয়ে জাতীয় প্রাক্তন সৈনিক পার্টি, মুক্তিযোদ্ধা পার্টি ও মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চুন্নু বলেন, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে আওয়ামী লীগকে সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছিলাম। কিন্তু ক্ষমতায় বসে আওয়ামী লীগ স্বাধীনতার চেতনা ভূলুণ্ঠিত করে জনগণের আস্থা হারিয়েছে। বিএনপিও ক্ষমতায় থেকে হাওয়া ভবন তৈরির মাধ্যমে ব্যাপক দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ বিদেশে পাচার করে দুর্নীতিবাজ হিসেবে জনগণের কাছে চিহ্নিত হয়েছে। জনগণ আগামী নির্বাচনে এই দুই দলকেই প্রত্যাখ্যান করবে।

জাতীয় প্রাক্তন সৈনিক পার্টির সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন গোলাম মোহাম্মদ রাজু, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, হুমায়ুন খান, সুলতান মাহমুদ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর