রবিবার, ১২ মার্চ, ২০২৩ ০০:০০ টা

বিলুপ্তপ্রায় নীলগাই বিরলের শালবনে

দিনাজপুর প্রতিনিধি

বিলুপ্তপ্রায় নীলগাই বিরলের শালবনে

দিনাজপুরের বিরলে ধর্মপুর শালবনে আবারও একটি বিলুপ্তপ্রায় প্রজাতির নীলগাই প্রবেশ করেছে। স্থানীয়রা জানিয়েছে, সীমান্তের কাঁটাতারের বেড়া ডিঙিয়ে ভারত থেকে আসা ওই ধূসর রঙের প্রাণীটিকে গতকাল সকাল থেকে ধর্মপুর শালবন ও এর আশপাশে ছোটাছুটি করতে দেখা গেছে। স্থানীয় মানুষের তাড়া খেয়ে এটি ধর্মপুর শালবনে আশ্রয় নেয়। ধর্মপুর বিট কর্মকর্তা মহসিন আলী জানান, ধর্মপুর ফরেস্ট বিটের কামদেবপুর বন এলাকায় গতকাল সকালে প্রথমে নীল গাইটি স্থানীয়দের নজরে আসে। খবর পেয়ে বন বিভাগের পক্ষ থেকে ওই এলাকায় গিয়ে সেটিকে ধাওয়া বা বিরক্ত না করার জন্য জনগণের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয় বিভিন্ন মসজিদের মাইকে প্রচারণা চালানো হয়। মহসীন আলী আরও বলেন, নীলগাইটি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি শান্ত স্বভাবের এই প্রাণীটি রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন। এর আগে, গত বছরের ১৬ মার্চ ভারত থেকে আরও একটি নীলগাই ধর্মপুর শালবনে আসে। তবে দিনভর জনতার ধাওয়া খেয়ে নিরীহ ওই প্রাণীটি মারা যায়।

সর্বশেষ খবর