শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩ ০০:০০ টা

ঘুড়ি উৎসবে মাতল সবাই

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ঘুড়ি উৎসবে মাতল সবাই

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘ঘুড়ি উৎসব ২০২৩’। বিলুপ্তপ্রায় গ্রামবাংলার আবহমান কালের ঐতিহ্য ঘুড়ি উড়ানোর আনন্দ বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে জাহাঙ্গীরনগর থিয়েটার উৎসবটির আয়োজন করে। বুধবার বিকাল ৪টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ মাঠে জাহাঙ্গীরনগর থিয়েটারের সাধারণ সম্পাদক ওমর ফারুক বান্নাহ ঘুড়ি উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন। উৎসবে ঘুড়ি উড়ানোর আনন্দ উপভোগ করতে উপস্থিত হন দর্শনার্থীরাও।

গ্রামীণ শৈশবের ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের মাঝে বাঁচিয়ে রাখতে এবং ঘুড়ি উড়ানোর আনন্দ উপভোগ করতে প্রতি বছরই আয়োজনের ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। ঘুড়ি উড়ানো প্রতিযোগিতায় পাঁচটি দল অংশগ্রহণ করে। প্রতিটি দলে তিনজন করে প্রতিযোগী ছিলেন। প্রথম স্থান অর্জন করে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের (৫১ ব্যাচ) শিক্ষার্থী সজিব আহমেদ। উৎসব শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উদ্বোধনী বক্তব্যে ওমর ফারুক বান্নাহ বলেন, ‘শৈশবে খোলা আকাশের নিচে ঘুড়ি উড়ানোর আনন্দ ছিল অফুরন্ত। স্কুল-কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয় জীবনে নানা ব্যস্ততায় কারও ঘুড়ি নিয়ে দৌড়ানোর সময় হয়ে ওঠে না। গ্রামবাংলার এই আবহমান ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে আমাদের এ আয়োজন। এতে আমরা মানুষের সাড়া পেয়েছি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর