শনিবার, ১৮ মার্চ, ২০২৩ ০০:০০ টা

সাভারে প্লাস্টিক কারখানায় আগুন

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে একটি প্লাস্টিক কারখানা। দুপুরে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের লুটেরচর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১টার দিকে ওই টিনশেড ঘরে অনুমোদনবিহীন প্লাস্টিক বোতল তৈরির (পুনর্ব্যবহার) কারখানায় ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। পরে মোহাম্মদপুর, কেরানীগঞ্জ ও সাভারের চামড়া শিল্পনগরীর ৯টি ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে গিয়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে ওই কারখানার আশপাশের বিভিন্ন গাছও পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন অন্তত ১০ জন। এলাকাবাসী জানান, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিছু ব্যক্তি নির্জন ওই জায়গায় বিভিন্ন পরিত্যক্ত বোতল তৈরির (পুনর্ব্যবহার) কারখানা অবৈধভাবে গড়ে তোলেন। ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল। এলাকাবাসী কারখানাটির মালিককে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। আগুন লাগার খবর পেয়ে ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে অবৈধ এ কারখানার মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। তবে কারখানাটিতে কীভাবে আগুন লেগেছে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এদিকে আগুন লাগার খবর পেয়ে কারখানার মালিক ও শ্রমিকরা পলাতক রয়েছেন।

সর্বশেষ খবর